ফাইল চিত্র।
হোস্টেলের নিয়ম-নীতি সংক্রান্ত খসড়ায় ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো নিষিদ্ধ করার প্রস্তাব আনল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। প্রস্তাবে বলা হয়েছে, ক্যাম্পাসে বিক্ষোভ, ঘেরাও বা অবস্থান বিক্ষোভের আয়োজন করলে বা তাতে যোগ দিলে পড়ুয়াদের সাসপেন্ড করা হবে। হোস্টেলে চালু হবে ‘কার্ফু টাইম’। সর্বসমক্ষে আসার মতো যথাযথ পোশাক পরে আসতে হবে খাবার ঘরে। হোস্টেলের নিয়ম-নীতি ২০০৫ সালে শেষ বার পুনর্বিবেচনা করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়া উদ্যোগে ছাত্রছাত্রীদের সঙ্গে ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহে নেমেছেন পড়ুয়ারা। শুক্রবার রাত জেগে সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করেছিল জেএনইউ-এর ছাত্র সংসদ। গান এবং কবিতার মাধ্যমে চলে প্রতিবাদ। সকল ছাত্রছাত্রীকে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিয়ে জেএনইউ-এর ছাত্র সংসদের বার্তা, ‘‘বহু বার এই ধরনের অবাস্তব, দমনমূলক ও কর্তৃত্ববাদী নিয়ম চালুর চেষ্টা রুখেছি আমরা। হোস্টেল-বিধি থেকে এই ধরনের নিয়মকে পুরোপুরি বিদায় জানানোর সময় এসেছে। ’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy