কিস্তওয়ারে সুড়ঙ্গ-বিপর্যয়ে একজনের মৃত্যু, এখনও আটক ছয়। — টুইটার থেকে নেওয়া।
কাশ্মীরে আবার ধস। এ বার একটি বিদ্যুৎ প্রকল্পের টানেলে ধস নামল। চাপা পড়ে মৃত্যু হয়েছে এক জনের। ঘটনার পর উদ্ধারকারী দল ঢোকে সুড়ঙ্গে। তাঁদের অন্তত ছ’জন সেখানেই আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে একটি বিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে শনিবার আচমকাই ধস নামে। ধসে চার জন চাপা পড়েন। খবর পেয়েই সুড়ঙ্গে ঢুকে পড়ে উদ্ধারকারী দল। তাঁরা সবাইকে উদ্ধার করার পর নিজেরাই আটকা পড়েন বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি পেশায় জেসিবিচালক বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। বাকি তিন জনকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। কিন্তু ধসের ভিতরে এখনও আটকে উদ্ধারকারী দলের ৬ সদস্য।
Just now spoke to DC #Kishtwar, Dr Devansh Yadav on receiving the report of a fatal landslide at the site of the under construction Ratle Power Project. The JCB driver unfortunately died on the spot. The rescue team of about 6 persons, deputed to
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) October 29, 2022
1/2
তাঁদের উদ্ধারের জন্য রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল।
ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্হা। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্রও। তিনি টুইটে লেখেন, ‘‘কিস্তওয়ারের ডিসির সঙ্গে কথা হয়েছে। র্যাটল বিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে এমন ধসের ঘটনায় এক জন জেসিবিচালকের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলের ৬ সদস্যও ধস নামা সুড়ঙ্গে আটকে পড়েছেন।’’
কী ভাবে ধসের ঘটনা ঘটল তা এখনও পরিষ্কার নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy