Advertisement
E-Paper

Pulwama: জইশের হয়ে পুলওয়ামায় হামলার ছক, নাশকতা উপত্যকায়, কাশ্মীরে নিহত মাসুদের আত্মীয়

মাসুদ আজহারের সঙ্গে মিলে পুলওয়ামা হামলার চক্রে ইসমলও শামিল ছিল। এনআইএ-র চার্জশিটেও তার নাম ছিল।

নিহত জঙ্গি ইসমল মাসুদের আত্মীয়।

নিহত জঙ্গি ইসমল মাসুদের আত্মীয়। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৬:০৩
Share
Save

কাশ্মীরে সেনার সঙ্গে সঙ্ঘর্ষে মৃত্যু পুলওয়ামা হামলার অন্যতম চক্রী। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র চার্জশিটে নাম ছিল ওই পাকিস্তানি জঙ্গির। গত দু’বছর ধরে তার খোঁজ চলছিল। অবশেষে শনিবার ভোরে তার নাগাল মেলে। এনকাউন্টারে তার মৃত্যু হয়ে। সেনার সঙ্গে সঙ্ঘর্ষে মৃত্যু হয়েছে তার এক সঙ্গীরও।

মৃত দুই জঙ্গিকে মহম্মদ ইসমল আলভি ওরফে লম্বু এবং আদনান বলে শনাক্ত করা গিয়েছে। ইসমল জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ চাঁই মাসুদ আজহারের আত্মীয়। জইশ-এ আইইডি বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে কাজ করত সে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার পরিকল্পনায় মাসুদের সঙ্গে ইসমলও যুক্ত ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে পুলওয়ামার দচিগামের জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে নামে নিরাপত্তা বাহিনী। সেই সময় তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। তাতেই ওই দুই জঙ্গির মৃত্যু হয়।

দু’বছর আগে পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপি জওয়ানের মৃত্যু হয়। সেই হামলার সঙ্গে যুক্ত ইসমলের বিরুদ্ধে এই অভিযানের প্রশংসা করেছেন কাশ্মীরের আইজি বিজয় কুমার।

Terrorists Jammu and Kashmir Indian Army Masood Azhar Pulwama Attack crpf Jaish e Mohammed

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}