Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sidhu

Navjot Sidhu: জেলের ডাল-রুটি খেতে অস্বীকার, কী খাবেন তা স্থির করতে হাসপাতালে নিয়ে যেতে হল সিধুকে

অনিচ্ছাকৃত খুনের মামলায় জেলের ঢোকার পর প্রথম রাতে কিছুই মুখে তোলেননি নভজোৎ সিংহ সিধু।

শারীরিক পরীক্ষার পর হাসপাতাল থেকে ফের জেলে নিয়ে যাওয়া হচ্ছে সিধুকে।

শারীরিক পরীক্ষার পর হাসপাতাল থেকে ফের জেলে নিয়ে যাওয়া হচ্ছে সিধুকে। ছবি পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মে ২০২২ ১৪:২৫
Share: Save:

অনিচ্ছাকৃত খুনের মামলায় জেলে ঢোকার প্রথম রাতে কিছুই মুখে দেননি নভজোৎ সিংহ সিধু। পটিয়ালা জেল সূত্রে খবর, শনিবার তাঁকে ডাল-রুটি খেতে দেওয়া হয়েছিল। কিন্তু তাও দাঁতে কাটেননি কংগ্রেস নেতা। রোজের ওষুধ ছাড়া আর কিছু খাচ্ছিলেন না তিনি। ফলে, তাঁকে সোমবার সকালে পটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা হবে। এর জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। তাঁরা সিধুর ডায়েট চার্ট তৈরি করবেন।

এক কারা আধিকারিক বলেন, ‘‘সিধুর জন্য যদি বিশেষ কোনও পথ্যের সুপারিশ চিকিৎসকেরা করে থাকেন, তবে সেগুলি জেলের ক্যান্টিন থেকে তাঁকে কিনে খাওয়ার অনুমতি দেওয়া হতে পারে।’’

মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা সিধুর ডায়েট চার্ট তৈরি করে পটিয়ালার স্থানীয় কোর্টে জানাবেন। সেই অনুযায়ী খাবার পাবেন কংগ্রেস নেতা।

তাঁর আইনজীবী বলেন, ‘‘সিধু গম, চিনি, ময়দা জাতীয় শর্করা যুক্ত খাবার খেতে পারেন না। তাঁকে পেঁপে, পেয়ারা, ডবল-টোনড দুধ এবং এমন খাবার দিতে হবে যাতে শর্করা নেই।

অনিচ্ছাকৃত খুনের একটি মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সিধুর এক বছরের জেলের সাজা ঘোষণা করে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শুক্রবার সকালে শীর্ষ আদালতের কাছে আত্মসমর্পণের জন্য সপ্তাহ খানেক সময় দেওয়ার আবেদন জানিয়েছেন। অবশ্য সেই শুনানি শেষ হওয়ার আগেই মত বদলে শুক্রবার বিকেলে পটিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন সিধু। আদালত তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।

অন্য বিষয়গুলি:

Sidhu arrested Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE