Advertisement
০৮ জানুয়ারি ২০২৫

অটল বদলে দেন নম্বর, অমিত কি ফিরিয়ে আনবেন

লাটিয়ান দিল্লিতে রাস্তার এক পাশে জোড় সংখ্যা ও অন্য পাশে বিজোড় সংখ্যার বাংলো হয়।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ০২:৫৪
Share: Save:

হেরে গিয়েছেন অটলবিহারী বাজপেয়ী। মনমোহন সিংহকে পরবর্তী প্রধানমন্ত্রী করার কথা ঘোষণা করেছেন সনিয়া গাঁধী। শপথ আর তিন দিন পরেই। প্রধানমন্ত্রী সচিবালয়ের একটি জরুরি চিঠি গেল কেন্দ্রের পূর্ত দফতরে।

২০০৪ সালের মে মাসের ঘটনা। নতুন প্রধানমন্ত্রীর জন্য ৭ নম্বর রেস কোর্স রোড ছেড়ে দিতে হবে বাজপেয়ীকে। তাঁর জন্য বরাদ্দ হয়েছে কৃষ্ণ মেনন মার্গের একটি বাংলো। বাবু জগজীবন রামের স্মারকের ঠিক পাশে। জগজীবন-স্মারকের ঠিকানা ৬ নম্বর, আর তার পাশে বাজপেয়ীর জন্য বরাদ্দ ৮ নম্বর বাংলোটি।

কিন্তু প্রধানমন্ত্রী সচিবালয়ের থেকে চিঠি গেল, অবিলম্বে বাংলোর নম্বর বদলাতে হবে। বিদায়ী প্রধানমন্ত্রী এমনটিই চান। আটের বদলে সেটি করা হোক ‘৬-এ’। প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশ পেয়ে হুলস্থুল পূর্ত দফতরে। ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যে যাবতীয় ফাইলে উপর থেকে নীচ পর্যন্ত বাবুদের স্বাক্ষরে বদলে গেল বাংলোর ঠিকানা। গত বছর অগস্টে বাজপেয়ীর প্রয়াণ পর্যন্ত সেটিই ছিল তাঁর ঠিকানা। যে বাংলোতে এ বারে প্রবেশ করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ।

কিন্তু কেন বাংলোর নম্বর বদলে দিয়েছিলেন বাজপেয়ী?

লাটিয়ান দিল্লিতে রাস্তার এক পাশে জোড় সংখ্যা ও অন্য পাশে বিজোড় সংখ্যার বাংলো হয়। যেমন এত দিন বাজপেয়ীর নামে বরাদ্দ বাংলোর ঠিক উল্টো দিকেই ৭ নম্বর। সেটি এখন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের জন্য বরাদ্দ। তার ঠিক পাশে ৫ নম্বরে থাকেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বিজেপির অনেক প্রবীণ নেতা বলেন, ‘‘আসলে বাজপেয়ীকে যখন ৮ নম্বর বাংলোটি বরাদ্দ করা হয়েছিল, সেটি তখন খালিই ছিল। কিন্তু বছর খানেক আগে সেখানেই থাকতেন ডিএমকের নেতা মুরাসলি মারান। এই বাংলোতে থাকার সময়েই তাঁর মৃত্যু হয়। ‘কুসংস্কার’ বলুন বা ‘অপয়া’— বাজপেয়ীজি তাই বাংলোর সংখ্যা বদল করতে চেয়েছিলেন। আর এই বাড়িতেই বাজপেয়ীজি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এখানেই তাঁর প্রয়াণ হয়।’’

এ বারে থাকতে আসছেন অমিত শাহ। প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন বলে নিরাপত্তার অত্যাধুনিক সরঞ্জাম আগে থেকেই মজুত রয়েছে এখানে। দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক আজ অমিত শাহের সঙ্গে দেখা করেন। বর্তমানে সিআরপির জ়েড প্লাস নিরাপত্তা পান অমিত। তবু নিরাপত্তা ও ঝুঁকির বিষয় পর্যালোচনা করে দিল্লি পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে তাঁর সুরক্ষা বলয়ে। নর্থ ব্লক থেকে বেরিয়ে এ কথা জানান দিল্লির পুলিশ কমিশনার।

প্রশ্ন একটাই, বাজপেয়ীর ছেড়ে যাওয়া বাড়িতে গিয়ে অমিত শাহ কি বাংলোর পুরনো নম্বরটি ফিরিয়ে আনবেন? দলের অনেকে অবশ্য বলেন, অমিত শাহের ‘লাকি’ সংখ্যা ৯। তাঁর জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ৯ তারিখে। তা হলে?

অন্য বিষয়গুলি:

Delhi Politics Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy