Advertisement
২৮ জানুয়ারি ২০২৫
Atomic Wastage

পরমাণু বর্জ্য বেরোচ্ছে কি না, দেখতে তদন্ত

ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড দক্ষিণ-পশ্চিম খাসি পার্বত্য জেলায় একটি প্রকল্প ঘোষণা করেছিল৷ স্থানীয় জনতার আপত্তিতে তা এখনও চালু হয়নি৷

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ০৩:৩১
Share: Save:

মেঘালয়ে ইউরেনিয়াম খনির বর্জ্য বাইরে বেরিয়ে আসছে৷ উদ্বেগে পরিবেশবিদ-সহ স্থানীয় মানুষ৷ অভিযোগ পেয়েই সরকার বিশেষজ্ঞ দল গঠন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে৷ উপমুখ্যমন্ত্রী প্রিস্টন তায়েংসান জানান, স্থানীয় কয়েকটি এনজিওর প্রতিনিধি বিষয়টি সরকারের নজরে আনেন৷ দক্ষিণ-পশ্চিম খাসি পার্বত্য জেলার ইউরেনিয়াম খনি এলাকায় তেজষ্ক্রিয় বিকিরণ ধরা পড়ে তাঁদের পরীক্ষায়। এ থেকেই তাঁদের আশঙ্কা, বিষাক্ত ইউরেনিয়াম বর্জ্য বাইরে বেরিয়ে আসছে৷ বিষয়টি খতিয়ে দেখতে মেঘালয়ের মুখ্যসচিবকে বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে৷ জেলা প্রশাসনের একটি দল অবশ্য আগেই ঘটনাস্থল পরিদর্শন করে বর্জ্য লিকেজের আশঙ্কা উড়িয়ে দেয়৷ এইচওয়াইসি নামে এক যুব সংগঠন তা মানতে রাজি নয়৷ তাদের বক্তব্য, সরকার বিষয়টিতে গুরুত্ব না দিলে

তারা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলা করবে৷ উপমুখ্যমন্ত্রী শনিবার জানান, তাঁরা একে মোটেও হালকাভাবে নিচ্ছেন না৷ দ্রুত রিপোর্ট দিতে বলা হবে বিশেষজ্ঞদের৷ভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে উত্তর-পূর্বের এই পার্বত্য রাজ্যে৷ ডমিয়াসিয়াট, লস্টোওন এবং ওয়াখিনে মজুত রয়েছে ৯২.২ লক্ষ টন ইউরেনিয়াম৷ দেশের পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলির প্রয়োজনে ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড দক্ষিণ-পশ্চিম খাসি পার্বত্য জেলায় একটি প্রকল্প ঘোষণা করেছিল৷ স্থানীয় জনতার আপত্তিতে তা এখনও চালু হয়নি৷

অন্য বিষয়গুলি:

North East Atomic Wastage National Green Tribunal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy