(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং নির্মলা সীতারামন। — ফাইল চিত্র।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ন’দিন পরে, আগামী ৩১ জানুয়ারি শুরু হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দ্বিতীয় দফায় সংসদের শেষ বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের ভোট অন অ্যাকাউন্ট (অন্তর্বর্তী বাজেট) পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৯ ফেব্রুয়ারি শেষ হতে পারে অধিবেশন।
বৃহস্পতিবার সরকারি সূত্রে এ খবর জানা গিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে জানানো হয়েছে। লোকসভা ভোটের বছর হওয়ায় এ বার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে না। সাংবিধানিক রীতি মেনে অর্থমন্ত্রী লোকসভায় পেশ করবেন ভোট অন অ্যাকাউন্ট। লোকসভা ভোটের পরে নতুন সরকার লোকসভায় পেশ করবে পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব।
প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩১ জানুয়ারি সংসদের দু’কক্ষের যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন। প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ‘পিএম কিসান সম্মান নিধি’ প্রকল্পের কেন্দ্রীয় অর্থসাহায্যের অঙ্ক দ্বিগুণ করা হতে পারে। প্রসঙ্গত, বর্তমানে পিএম কিসানে বার্ষিক বরাদ্দ ৬০০০ টাকা। তিন কিস্তিতে এই অর্থসাহায্য পান কৃষকেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy