ইনিই স্লোগান দিতে গিয়ে প্রিয়ঙ্কা গাঁধীর বদলে প্রিয়ঙ্কা চোপড়ার নাম উচ্চারণ করেন।
কংগ্রেসের একটি জনসভায় প্রকাশ্যে প্রিয়ঙ্কা গাঁধীর বদলে প্রিয়ঙ্কা চোপড়ার জয়গান করে সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র হয়ে উঠলেন কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার। বিব্রত করলেন দলকেও। এই ভুল নামোচ্চারণকে ঘিরে রীতিমতো খোরাক হয়ে উঠেছেন ওই নেতা। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়োটি।
সোমবার দিল্লিতে কংগ্রেসের একটি জনসভা ছিল। মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক নেতা। জনসভার মাঝখানে ভাষণ দিতে ওঠেন কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার। পাশে তখন দাঁড়িয়েছিলেন দিল্লি কংগ্রেসের সভাপতি সুভাষ চোপড়া।
সবটাই ঠিকঠাক চলছিল। গোল বাধে সুরেন্দ্র কুমার কংগ্রেস নেতা-নেত্রীদের নামে স্লোগান দেওয়ার সময়। ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাবে, সুরেন্দ্র কুমার স্লোগান দিচ্ছেন আর জনগণ তাঁকে অনুসরণ করে তাঁর কথাটাই বলছেন। তিনি চিৎকার করে বলেন, ‘‘সনিয়া গাঁধী জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, রাহুল গাঁধী জিন্দাবাদ, প্রিয়ঙ্কা চোপড়া জিন্দাবাদ।’’ জনগণও অন্ধ ভাবে তাঁকে অনুসরণ করে পাল্টা এই স্লোগান দেন। কিন্তু যেই মুহূর্তে তিনি প্রিয়ঙ্কা গাঁধীর বদলে প্রিয়ঙ্কা চোপড়া জিন্দাবাদ বলে ওঠেন, পাশে দাঁড়িয়ে থাকা কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া হতভম্ব হয়ে তাঁর দিকে তাকান। তিনি যে অত্যন্ত বিব্রত হয়েছেন, ভিডিয়োয় তা স্পষ্ট বোঝা গিয়েছে।
" ! ! ! !" ( ) '
#WATCH Delhi: Slogan of "Sonia Gandhi zindabad! Congress party zindabad! Rahul Gandhi zindabad! Priyanka Chopra zindabad!" (instead of Priyanka Gandhi Vadra) mistakenly raised by Congress' Surender Kr at a public rally. Delhi Congress chief Subhash Chopra was also present.(01.12) pic.twitter.com/ddFDuZDTwH
— ANI (@ANI) December 1, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy