রাস্তায় পড়ে রয়েছেন আহত ব্যক্তি। বচসা দুই পুলিশকর্মীর। ছবি: এক্স।
রাস্তায় আহত হয়ে পড়ে কাতরাচ্ছেন এক ব্যক্তি। কে তাঁকে হাসপাতালে নিয়ে যাবেন, সেই নিয়ে বচসা দুই পুলিশকর্মীর মধ্যে। বেঙ্গালুরুর ঘটনা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো (আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি)। বেঙ্গালুরু পুলিশ এই নিয়ে সক্রিয় হয়েছে।
বেঙ্গালুরুর যশবন্তপুরের ত্রিবেণী রোডে আহত হয়ে পড়ে ছিলেন ওই ব্যক্তি। বেঙ্গালুরু পুলিশ উত্তর বিভাগের আওতায় পড়ে এই এলাকা। গত ১৫ জুলাই সেই ভিডিয়ো তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের মধ্যে এক জন অফিসার বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশে কর্মরত। দ্বিতীয় জন পুলিশের আইন এবং শৃঙ্খলা বিভাগে কর্মরত। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন রয়েছে বুঝেও দুই পুলিশ কর্মী তর্কাতর্কি করেছেন। তর্কের বিষয়, কার গাড়িতে আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
শেষে ওই আহত ব্যক্তিকে একটি বেসরকারি গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেঙ্গালুরু উত্তরের ডিসিপি (পুলিশের ডেপুটি কমিশনার) এই নিয়ে পদক্ষেপ করেছেন। ডিসিপির দফতরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "১৫ জুলাই রাতে দুর্ঘটনা্টি ঘটে। স্কুটার পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুল্যান্স ডাকে। এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যথাযথ পদক্ষেপ করা হবে। ট্র্যাফিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত এখন হাসপাতালে চিকিৎসাধীন।’’
Why cops are hesitating to take the injured to hospital?@DgpKarnataka Alok Mohan Sir, can you please advise your team to be Good Samaritans?
— Karthik Reddy (@bykarthikreddy) July 18, 2024
Reminding you that GS are now protected by law & get rewarded with ₹5000 for saving life in Golden Hour. https://t.co/gY2XPqc4BP
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy