‘হেভিওয়েট টর্পেডো’র পরীক্ষা করল ভারতীয় নৌসেনা। ছবি: পিটিআই।
সমুদ্রের নীচের লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানল দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো। ফলে ভারতীয় নৌসেনার অস্ত্রভান্ডার আরও মজবুত হল। মঙ্গলবার এই টর্পেডোর পরীক্ষা করে নৌসেনা এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
পরীক্ষা সফল হওয়ার পর নৌসেনার তরফে টুইট করা হয়, “আরও একটা নতুন মাইলস্টোন পেরোলাম আমরা। সমুদ্রের নীচের লক্ষ্যবস্তুকে একেবারে নিখুঁত ভাবে আঘাত হেনেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ‘হেভিওয়েট টর্পেডো’।” একই সঙ্গে নৌসেনা জানিয়েছে, আত্মনির্ভরতার আরও এক নজির সৃষ্টি করল এই দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টর্পেডো। শুধু তাই-ই নয়, এই টর্পেডো নৌসেনাক অস্ত্রভান্ডারকে আরও মজবুত করল।
Successful engagement of an Underwater Target by an indigenously developed Heavy Weight Torpedo is a significant milestone in #IndianNavy's & @DRDO_India's quest for accurate delivery of ordnance on target in the underwater domain. #AatmaNirbharBharat@DefenceMinIndia pic.twitter.com/ZMSvtFSobE
— SpokespersonNavy (@indiannavy) June 6, 2023
সম্প্রতি এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টার নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়। হেলিকপ্টারটি দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্তে প্রথম অবতরণ করে। এ ছাড়াও আরব সাগরে কোচির নৌসেনা ঘাঁটি থেকে আইএনএস গরুড়ে অবতরণ করে এই হেলিকপ্টার। নতুন এই সদস্য প্রসঙ্গে নৌসেনা জানিয়েছে, ‘অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার’-এর ক্ষেত্রে এই হেলিকপ্টার নৌসেনার শক্তি অনেকটাই বাড়িয়েছে।
মে মাসের গোড়ায় নৌসেনা আরও একটি অস্ত্রের পরীক্ষায় সফল হয়। আইএনএস মার্মাগাঁও থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সফলমূলক উৎক্ষেপণ করা হয়েছিল। এ বার ‘হেভিওয়েট টর্পেডো’র পরীক্ষাতেও সফল হল নৌসেনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy