Advertisement
E-Paper

মোটা টাকার লোভে ভারতে বসে আইএসআইয়ের চরবৃত্তি! উত্তরপ্রদেশে গ্রেফতার যুবক

উত্তরপ্রদেশ এটিএসের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অনেক দিন ধরেই রইসের উপর নজরদারি চালানো হচ্ছিল। এরপর তাঁকে লখনউতে এটিএস সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।

Indian youth from Uttar Pradesh working for Pak spy agency ISI arrested

অভিযুক্ত যুবক মহম্মদ রইস। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৩ ০৮:১৫
Share
Save

উত্তরপ্রদেশে বসে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর চরবৃত্তি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। অভিযুক্ত যুবকের নাম মহম্মদ রইস। অভিযোগ, ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করতেন রইস। বিনিময়ে পেতেন মোটা টাকা। রবিবার এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ এটিএস।

এটিএস সূত্রে খবর, রইস উত্তরপ্রদেশের গোণ্ডা জেলার তারাবগঞ্জ এলাকার বাসিন্দা। মুম্বইয়ে কাজ করার সময় আরমান নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। রইস পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আরমানই তাঁকে এই চরবৃত্তির ইন্ধন জুগিয়েছিলেন।

জিজ্ঞাসাবাদে সময় রইস আরও দাবি করেছেন যে, তিনি আরমানকে আরব আমিরশাহিতে চাকরি খুঁজে দিতে বলেছিলেন। কিন্তু আরমান তাঁকে প্রচুর অর্থের বিনিময়ে গুপ্তচরবৃত্তির প্রলোভন দেখান। এটিএস জানিয়েছে, এর পরেই গত বছর রইসের কাছে হুসেন নামে এক ব্যক্তির ফোন আসে। তিনি নিজেকে পাক গুপ্তচর বলে পরিচয় দিয়েছিলেন। রইসকে ভারতীয় সামরিক সেনাঘাঁটিগুলি সম্পর্কে তথ্য চালান করার দায়িত্বও দিয়েছিলেন হুসেনই। বিনিময়ে রইসকে ১৫ হাজার টাকা পাঠানো হয়। এর পর রইস তাঁর কয়েক জন বন্ধুকেও কাজে লাগিয়ে গুপ্তচরবৃত্তি শুরু করেন।

উত্তরপ্রদেশ এটিএসের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অনেক দিন ধরেই রইসের উপর নজরদারি চালানো হচ্ছিল। এরপর তাঁকে লখনউতে এটিএস সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের বিশেষ ডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, ‘‘রইস নামের এক যুবককে এটিএস গ্রেফতার করেছে। তিনি গোণ্ডার বাসিন্দা। তাঁকে এটিএস সদর দফতরে তলব করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’’

Uttar Pradesh ISI RAW Spy arrested

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।