গত বুধবারই ভূমি থেকে ভূমি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষা করা হয়েছিল আন্দামান ও নিকোবরে। এ ছাড়াও ফেব্রুয়ারির গোড়াতেই দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে নৌসেনা।
বালেশ্বর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ফাইল চিত্র।
মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারতীয় সেনা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওড়িশার বালেশ্বর থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়। লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্র।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) টুইট করে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের কথা জানিয়েছে। টুইটে ডিআরডিও লিখেছে, ‘ভূমি থেকে আকাশ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে আঘাত করেছে সেই ক্ষেপণাস্ত্র।’
MRSAM-Army missile system flight tested from ITR Balasore at around 1030 Hrs intercepting a high speed aerial target at long range. The target was destroyed by the missile in a direct hit.@PMOIndia @DefenceMinIndia @SpokespersonMoD @adgpi pic.twitter.com/Ra5yfHaHo1
— DRDO (@DRDO_India) March 27, 2022
ডিআরডিও এবং ইজরায়েলের যৌথ উদ্যোগে ভারতীয় সেনার জন্য এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এক সঙ্গে একাধিক নিশানায় আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। সর্বাধিক ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের।
গত বুধবারই ভূমি থেকে ভূমি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষা করা হয়েছিল আন্দামান ও নিকোবরে। এ ছাড়াও ফেব্রুয়ারির গোড়াতেই দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে নৌসেনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy