ভারতীয় উড়ান সংস্থাগুলিকে আর পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন শহর থেকে ওড়া আন্তর্জাতিক বিমানগুলিকে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে। কোনও কোনও বিকল্প উড়ানপথে দেড় ঘণ্টা পর্যন্ত বেশি সময় লেগে যাচ্ছে। জ্বালানি বেশি খরচ হচ্ছে। এর ফলে খরচও বৃদ্ধি পাচ্ছে উড়ান সংস্থাগুলির। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, উত্তর ভারতের শহরগুলি থেকে ওড়া আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় উড়ান সংস্থাগুলির প্রায় ৭৭ কোটি টাকা সাপ্তাহিক খরচ বৃদ্ধি পেতে পারে। মাসের হিসাবে প্রায় ৩০৬ কোটি টাকা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী সময়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের অভিযোগ, জঙ্গিহানায় সীমান্তপারের যোগ রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান উভয়েই একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে। তার মধ্যে অন্যতম হল ভারতীয় উড়ান সংস্থাগুলিকে নিজেদের আকাশসীমায় প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর ফলে দিল্লি এবং উত্তর ভারতের শহরগুলি থেকে আন্তর্জাতিক বিমানকে বিকল্প পথে যাতায়াত করতে হবে।
বাণিজ্যিক উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, উত্তর আমেরিকা যাওয়ার বিমানে সাধারণত ১৬ ঘণ্টা সময় লাগত। সে ক্ষেত্রে বিকল্প পথে যাতায়াতে আরও দেড় ঘণ্টা বেশি সময় লাগবে। এই অতিরিক্ত দেড় ঘণ্টা সময়ের জন্য প্রায় ২৯ লক্ষ টাকা খরচ হবে। একই ভাবে ইউরোপ যাওয়ার যে বিমানে আগে ৯ ঘণ্টা সময় লাগত, সেই যাত্রাপথেও প্রায় দেড় ঘণ্টা বেশি সময় লাগবে। এর জন্য প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা বেশি খরচ হতে পারে উড়ান সংস্থাগুলির। আবার পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাতায়াতের বিমানে প্রায় ৪৫ মিনিট বেশি সময় লাগবে। এর জন্য অতিরিক্ত খরচ হবে প্রায় ৫ লক্ষ টাকা।
আরও পড়ুন:
পিটিআই অনুসারে, উত্তর ভারতের শহরগুলি থেকে প্রতি সপ্তাহে ৮০০-র কিছু বেশি বিমান উত্তর আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, পশ্চিম এশিয়া-সহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করে। মাসের হিসাবে উড়ানের সংখ্যাটি ৩১০০-র সামান্য বেশি। এর মধ্যে প্রায় ১৯০০টি বিমান পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করে। ৪৫ মিনিট অতিরিক্ত সময়ের ৫ লক্ষ টাকার হিসাবে পশ্চিম এশিয়ায় যাতায়াত করা ভারতীয় উড়ান সংস্থাগুলির মোট খরচ হবে ৯০ কোটি টাকা। যদিও এই অতিরিক্ত খরচের হিসাব চূড়ান্ত নয়। অতিরিক্ত জ্বালানি খরচ এবং অতিরিক্ত সময়ের ভিত্তিতে এটি একটি আনুমানিক হিসাবের বিশ্লেষণ।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
১৫:০৪
পাক হামলায় মৃত্যু হয়েছে তিন শিশুর, চোখে জল নিয়েই আগের ছন্দে পঠনপাঠন শুরু জম্মুর স্কুলে -
১০:৪৩
ভারত চাইলে গোটা পাকিস্তান উড়িয়ে দিতে পারে, লুকোনোর জন্য গভীর গর্ত খুঁড়তে হবে! হুঁশিয়ারি শীর্ষ সেনাকর্তার -
১৯:৩২
‘অপারেশন সিঁদুর’-এর সময় কি পরমাণু বোমার হুমকি দিয়েছিল পাকিস্তান? সংসদীয় কমিটির বৈঠকে কী জবাব বিদেশসচিবের -
১৭:৩০
শুধু পাকিস্তান নয়, গিয়েছেন চিনেও, ঘোরার অছিলায় দেশের তথ্য পাচার? চিনুন জ্যোতি মলহোত্রাকে -
১৬:৩৫
সীমান্তের ও পারে পাকিস্তানি গ্রাম দেখতে ভিড় জমাতেন পর্যটকেরা, জম্মুর সুচেতগড় এখন শুনশান