Advertisement
২২ নভেম্বর ২০২৪
Manmohan Singh

জাতীয়তাবাদ এবং ভারতমাতা কি জয় স্লোগানের অপব্যবহার হচ্ছে, বললেন মনমোহন

জওহরলাল নেহরুকেই দেশের আধুনিক ভারতের প্রধান স্থপতি বলে উল্লেখ করেন মনমোহন।

মনমোহন সিংহ। —ফাইল চিত্র।

মনমোহন সিংহ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৭
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বাস্তবায়নে বার বার তাঁর মন্তব্যকে ঢাল করেছে বিজেপি। তা নিয়ে এ যাবৎ কোনও মন্তব্য করেননি তিনি। তবে উগ্র জাতীয়তাবাদ নিয়ে এ বার নাম না করেই শাসক দলকে তীব্র আক্রমণ করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাঁর অভিযোগ, এই মুহূর্তে দেশে জাতীয়তাবাদ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান—দু’টোরই অপব্যবহার হচ্ছে।

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভাবনা ও কাজকর্মের খতিয়ান সম্বলিত একটি বই প্রকাশ করেছেন পুরুষোত্তম আগরওয়াল এবং রাধা কৃষ্ণ। শনিবার দিল্লিতে বইটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনমোহন সিংহ। সেখানেই নাম না করে বিজেপিকে একহাত নেন তিনি। মনমোহন বলেন, ‘‘জাতীয়তাবাদ এবং ভারত মাতা কি জয় স্লোগানের অপব্যবহার করে উগ্র এবং আবেগতাড়িত এমন এক ভারত গড়ার প্রচেষ্টা চলছে, যা লক্ষ লক্ষ নাগরিককে এই দেশ থেকে বিচ্ছিন্ন করে দেবে।’’

জওহরলাল নেহরুকেই দেশের আধুনিক ভারতের প্রধান স্থপতি বলে উল্লেখ করেন মনমোহন। তিনি বলেন, ‘‘অননুকরণীয় পদ্ধতি এবং সব ভাষাভাষী মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে আধুনিক ভারতের ভিত গড়েছিলেন নেহরু। একাধিক বিশ্ববিদ্যালয়, শিক্ষা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। নেহরু না থাকলে আজকের এই স্বাধীন ভারত আজকের এই রূপ পেত না।’’

আরও পড়ুন: নিজের দেশে বানাতে পারেননি, সেই পাঁচিল ট্রাম্প এ বার দেখে যাবেন ভারতে​

আরও পড়ুন: ভারতে এসে বাণিজ্যে লাভ হবে না, বুঝে গিয়েছেন ট্রাম্প​

এর পরই নাম না করে গেরুয়া শিবিরকে এক হাত নেন মনমোহন সিংহ। তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যের বিষয় হল, এক শ্রেণির মানুষ, যাঁদের ইতিহাস পড়ার ধৈর্য নেই, নিজেদের সংস্কার দ্বারা চালিত হন যাঁরা, তাঁরা সকলের সামনে নেহরুকে ভুল ভাবে তুলে ধরতে চান। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, ইতিহাস এই ভুয়ো ও মিথ্যা কৌশল প্রত্যাখ্যান করবে এবং সত্যিটা প্রকাশ পাবেই।’’

অন্য বিষয়গুলি:

Manmohan Singh BJP Jawaharlal Nehru CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy