একের পর এক চিনা অ্যাপ আনইনস্টল, এখন ভারতীয়দের মধ্যে নতুন ট্রেন্ড। প্রথমে চিন থেকে গোটা বিশ্বে করোনা ছড়িয়ে পড়ার অভিযোগ, পরে সীমান্তে উত্তেজনা, সব মিলিয়ে চিনের বিরুদ্ধে চাপা রাগে ফুঁসছেন ভারতীয়রা। এই পরিস্থিতিতে চিনের বিভিন্ন কম্পানির তৈরি একের পর এক জনপ্রিয় অ্যাপ ডিলিট করে শিক্ষা দিতে চাইছেন ভারতীয় নেটাগরিকরা।
সীমান্ত নিয়ে উত্তেজনার পর প্রথমে শিক্ষাবিদ সোনম ওয়াংচুক চিনের অ্যাপ ডিলিট করার কথা বলেন। সেই আন্দোলনে আরও হাওয়া দিয়ে দেন যোগগুরু রামদেব। যিনি আগেও বিদেশি দ্রব্য বয়কটের কথা বলেছিলেন। সম্প্রতি তিনি টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে এক ইউজার তাঁর মোবাইল থেকে একের পর এক চিনা অ্যাপ ডিলিট করছেন। সব মিলিয়ে দেশে চিনা কম্পানিগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ড্রাগনের দেশকে শিক্ষা দিতে চাইছেন নেটাগরিকদের কেউ কেউ।