Advertisement
০২ নভেম্বর ২০২৪
Omicron

First Omicron death: ওমিক্রনে প্রথম মৃত্যু দেশে, রাজস্থানে মারা গেলেন ৭৩ বছরের বৃদ্ধ, ছিল কোমর্বিডিটি

হাসপাতাল সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে কোথাও যাননি তিনি। বাড়িতেই ছিলেন। তাঁর সংস্পর্শেও কেউ আসেননি বলে জানা গিয়েছে।

ওমিক্রনে প্রথম মৃত্যুর হদিশ মিলল দেশে।

ওমিক্রনে প্রথম মৃত্যুর হদিশ মিলল দেশে।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১৭:২৩
Share: Save:

ওমিক্রনে প্রথম মৃত্যুর হদিশ মিলল দেশে। রাজস্থানের উদয়পুরে ৭৩ বছরের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বুধবার এমনটাই জানাল রাজস্থান সরকার। রাজস্থানের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনার দু’টি টিকাই নেওয়া ছিল ওই ব্যক্তির। মধুমেহ, উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু কোমর্বিডিটিও ছিল তাঁর।

ওই ব্যক্তি লক্ষ্মীনারায়ণনগরের বাসিন্দা। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর কোভিডে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। তখন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। তাঁর শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করানো হয়। এর পরই ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে তাঁর ওই ব্যক্তির শরীরে।

হাসপাতাল সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে কোথাও যাননি তিনি। বাড়িতেই ছিলেন। তাঁর সংস্পর্শেও কেউ আসেননি বলে জানা গিয়েছে।

দেশে এখনও পর্যন্ত দু’হাজার ১৩৫ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সব চেয়ে বেশি মহারাষ্ট্রে (৬৫৩)। এর পর রয়েছে দিল্লি (৪৬৪)।

অন্য বিষয়গুলি:

Omicron Covid Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE