এক বছরে শুধু ঝড় এবং বন্যায় প্রায় ৬২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের— জানাল রিপোর্ট। ফাইল চিত্র।
এক বছরে শুধু ঝড় এবং বন্যায় প্রায় ৬২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতের— জানাল রিপোর্ট। ওয়ার্ল্ড মেটিওরোলজিকাল অর্গানাইজেশেন (ডব্লুএমও) সোমবার এশিয়ার আবহাওয়া সংক্রান্ত ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই জানা গিয়েছে এই ক্ষতির খতিয়ান।
ডব্লুএমও জানিয়েছে, গত এক বছরে এশিয়ায় জলবায়ু সংক্রান্ত দুর্ঘটনায় মোট ক্ষতি হয়েছে ৩৫৬০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ৯০ হাজার কোটি টাকার সমান। এর মধ্যে আবার শুধু ভারতেই ৬১ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বন্যা এবং ঝড়ের দৌলতে।
VICTORY 🎉@GoI_MeitY has decided to remove its ban on the website of VLC media player. IFF provided legal support to @videolan throughout this process. (1/3)#WhatTheBlock pic.twitter.com/pW7APDAbIX
— Internet Freedom Foundation (IFF) (@internetfreedom) November 14, 2022
ডব্লুএমও জানিয়েছে, ভারতে ৪৪০ কোটি ডলারের ক্ষতি হয়েছে শুধু ঝড়ের ধাক্কা সামলাতে। এ ছাড়া বৃষ্টি এবং বন্যার জন্য ক্ষতি হয়েছে ৩২০ কোটি ডলারের। ওই রিপোর্ট বলছে এশিয়ায় বন্যায় ক্ষতির নিরিখে দু’নম্বরে রয়েছে ভারত। এক নম্বরে চিন। তবে ঝড়ের ক্ষতির বিচার করলে ভারত সবার আগে। দ্বিতীয় স্থানে রয়েছে চিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy