ছবি পিটিআই
করোনা-পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আগামী সোমবার ফের ভিডিয়ো-বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথম দফার লকডাউন ঘোষণার আগে, ২০ মার্চ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো-বৈঠকে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার উপায় নিয়ে আলোচনা করেছিলেন নরেন্দ্র মোদী। ১১ এপ্রিল দ্বিতীয় বৈঠকে মুখ্যমন্ত্রীদের অধিকাংশই লকডাউন বাড়ানোর পক্ষে মত দেন। তার পরে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রের মতে, মোট ৪০ দিনের লকডাউন শেষের পরে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে কেন্দ্র। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীদের কাছ থেকে গোটা দেশের বাস্তব পরিস্থিতির খতিয়ান নিতে চান প্রধানমন্ত্রী। সোমবার অর্থাৎ ২৭ এপ্রিলের বৈঠক সেই কারণেই ডেকেছেন তিনি।
মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে, শুক্রবার অর্থাৎ ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েতের উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। ভিডিয়োয় পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলবেন। সেই সঙ্গে ‘গ্রাম স্বরাজ পোর্টাল’ এবং পঞ্চায়েত সংক্রান্ত বিশেষ মোবাইল অ্যাপ-এর উদ্বোধন করবেন তিনি। পঞ্চায়েত স্তর থেকে রাজ্যগুলির শীর্ষ প্রশাসনিক নেতৃত্বের সঙ্গে কথা বলে লকডাউনের প্রভাব, প্রয়োগ ও করোনা-পরীক্ষার বিষয়গুলি খতিয়ে দেখতে চান মোদী। তিনি মুখ্যমন্ত্রীদের কাছ থেকে ভবিষ্যৎ পদক্ষেপের জন্য পরামর্শও নেবেন। সেই পরামর্শের ভিত্তিতেই কৌশল প্রস্তুত করতে চায় কেন্দ্র।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় আপনার নেতৃত্ব প্রশংসনীয়, মোদীকে চিঠি লিখে প্রশংসা বিল গেটসের
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy