প্রতীকী চিত্র।
চিনা পর্যটকদের ভারতে প্রবেশের ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত। আন্তর্জাতিক বিমান নিয়ামক সংস্থা আইএটিএ এই খবর জানিয়ে বলেছে ২০ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এর ফলে পর্যটক ভিসাধারী চিনা নাগরিকরাও এখন ভারতে ঢুকতে পারবেন না।
চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত ভারতীয় পড়ুয়ারা সেখানে গিয়ে ক্লাস করতে পারছেন না। কারণ চিনের অনুমতি নেই। বার বার বিষয়টি নিয়ে ভারতের তরফে উদ্বেগ প্রকাশ করেও ফল হয়নি। এই পরিস্থিতিতে এ বার চিনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া স্থগিত রাখল ভারত। প্রায় ২২ হাজার ছাত্রছাত্রী চিনের অনুমতির অপেক্ষায়। এখনও সে দেশে ঢুকতে পারেননি। অধিকাংশেরই পড়াশোনা মাঝপথে থেমে গিয়েছে।
আইএটিএ-এর তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনা নাগরিকদের পর্যটক ভিসা আর কার্যকর নয়। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে, কোন কোন দেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন তা-ও জানানো হয়েছে তালিকায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy