Advertisement
E-Paper

কম্পিউটার আমদানিতে রাশ টানছে কেন্দ্র, দেশে তৈরি ল্যাপটপ, ট্যাবলেটে জোর

সরকারের বিবৃতি অনুযায়ী, এখন থেকে ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার, আল্‌ট্রা স্মল কম্পিউটার–সহ যাবতীয় কম্পিউটার দেশের বাইরে থেকে কিনতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে।

India curbs import of computers to boost local production.

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১৬:২৮
Share
Save

দেশে তৈরি কম্পিউটারের বাজার স্থিতিশীল করতে বিদেশ থেকে কম্পিউটারের আমদানিতে কিছুটা রাশ টানছে ভারত সরকার। কেন্দ্রের বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড সম্প্রতি একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, বাইরে থেকে যে কোনও রকম কম্পিউটার কেনার জন্য এখন থেকে লাইসেন্স লাগবে। সরকারি ছাড়পত্র না পেলে কম্পিউটার আমদানি করা যাবে না।

এত দিন দেশে কম্পিউটারের আমদানি ছিল অবাধ। কিন্তু সরকারের বিবৃতি অনুযায়ী, এ বার থেকে ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার, আল্‌ট্রা স্মল কম্পিউটার-সহ যাবতীয় কম্পিউটার দেশের বাইরে থেকে কিনতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। কেন্দ্র যদি ছাড়পত্র দেয়, তবেই আমদানি করা যাবে এই পণ্য। সরকারের এই নতুন নিয়ম থেকে অবশ্য ছাড় পেয়েছে বিশেষ কিছু কম্পিউটার।

মূলত, দেশে তৈরি কম্পিউটার এবং এই জাতীয় যাবতীয় যন্ত্রের ব্যবসা বৃদ্ধি করতেই সরকারের এই পদক্ষেপ। কেন্দ্রের ঘোষণার পর দেশের বাজারে বিক্রি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। দেশীয় কম্পিউটার নির্মাণসংস্থাগুলির শেয়ারও বেড়েছে চোখে পড়ার মতো। গত কয়েক দিনে অ্যাম্বার এন্টারপ্রাইজ ইন্ডিয়া লিমিটেডের শেয়ার ৩.৩ শতাংশ, ডিক্সন টেকনোলজিস্‌ ইন্ডিয়া লিমিটেডের শেয়ার ৫.৫ শতাংশ এবং পিজি ইলেকট্রোপ্লাস লিমিটেডের শেয়ার ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কম্পিউটারের আমদানি কমানোর জন্য গত এক বছর ধরে নানা রকম পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে দেশীয় বাজারকে ক্রেতাদের সামনে আকর্ষণীয় ভাবে তুলে ধরার চেষ্টাও চলেছে। ভারতে তৈরি বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং ডিভাইসগুলির জন্য বিদেশের বাজারেও প্রচার চালানো হচ্ছে। ভারতকে ভবিষ্যতে বৈদ্যুতিন যন্ত্রপাতি রফতানির কেন্দ্র হিসাবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে সরকার।

Computers Laptops Import Indian Govt

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy