এক দিনে সংক্রমণ বাড়ল ৬৬ শতাংশ। ফাইল চিত্র ।
গত ২৪ ঘণ্টায় দেশে আবার বাড়ল কোভিডের দৈনিক সংক্রমণের সংখ্যা। ভারতে নতুন করে একদিনে করোনা আক্রান্ত হলেন দু’হাজার ৬৭ জন। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ১,২৪৭ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় প্রায় ৬৬ শতাংশ বাড়ল করোনা রোগীর সংখ্যা। উদ্বেগ বেড়েছে মৃতের সংখ্যা বৃদ্ধিতেও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী বুধবার করোনা আক্রান্ত হয়ে দেশে ৪০ জনের মৃত্যু হয়েছে। এর এক দিন আগে, অর্থাৎ মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল মাত্র এক জনের।
দিল্লিতে এক দিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ৬৩২ জন আক্রান্ত হয়েছেন। উদ্বেগ বেড়েছে কেরলকে নিয়েও। কেরলেও দৈনিক আক্রান্তের সংখ্যা পাঁচশো ছুঁইছুঁই। সে রাজ্যে এক দিনে ৪৮৮ জন আক্রান্ত হয়েছেন। মৃত ৪০ জনের মধ্যে কেরলেই মারা গিয়েছেন ৩৪ জন।
দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৪০। পাশাপাশি এক দিনে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ১,৫৪৭ জন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy