Advertisement
০২ নভেম্বর ২০২৪
Ram Madhav

India-China: ‘আমিই বিবাদ মেটাব, এই ভাবনায় ভারত-চিন জট কাটবে না’, বললেন আরএসএসের রাম মাধব

পূর্ব লাদাখে সীমান্ত বিবাদ ঘিরে ভারত-চিন সমস্যা এখনও মেটেনি। কী ভাবে এই জট কাটবে? বাতলে দিলেন রাম মাধব। বললেন, বিবাদ মেটাতে তাড়াহুড়ো নয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৮:০৮
Share: Save:

সীমান্ত বিবাদ ইস্যুতে ভারত-চিন সম্পর্ক তেতে রয়েছে। ২০২০ সালে পূর্ব লাদাখে দু’দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও বাধে। ইন্দো-চিন বিরোধ মেটাতে ‘তাড়াহুড়ো’ করে লাভ হবে না। ‘‘আমার জীবদ্দশায় এই সমস্যা সমাধান করব’’, এই ভাবনায় দু’দেশের মধ্যে জট কাটবে না। ভারত-চিন সমস্যা নিরসন প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন আরএসএস নেতা রাম মাধব।

অবসরপ্রাপ্ত কর্নেল অনিল ভাটের লেখা ‘চায়না ব্লাডিজ বুলেটলেস বর্ডার্স’ বই প্রকাশ অনুষ্ঠানে এই প্রসঙ্গে মাধব বলেন, কেউ জানে না, কে এই সমস্যার সমাধান করবেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চিনের সীমান্ত বিবাদের প্রসঙ্গ টেনে আরএসএস নেতা বলেন, ‘‘আপনারা জানেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চিনের মধ্যে সীমান্ত বিবাদ মিটিয়েছিলেন মত্ত নেতা বরিস ইয়েলৎসিন (প্রথম রুশ প্রেসিডেন্ট)। কেউ ভেবেছিলেন কখনও যে, ইয়েলৎসিন শেষ পর্যন্ত এই সমস্যা মেটাবেন? কিন্তু এই কৃতিত্ব তাঁর।’’

এর পরই ভারত-চিন সঙ্ঘাতের বিষয়ে মাধব বলেন, ‘‘ইন্দো-চিন সীমান্ত সমস্যা মেটানোর জন্য তাড়াহুড়ো করা ঠিক নয়...এরকম ভাবাও উচিত নয় যে, আমার জীবদ্দশায় এটার সমাধান হবে, এমনটা ভেবে এগোলে সমস্যা মিটবে না।’’

সাংস্কৃতিক দিক থেকে দু’দেশের ফারাকের দিকে আলোকপাত করেছেন। এই প্রসঙ্গে প্রাচীন চিনা গ্রন্থ সান জু-র লেখা ‘দ্য আর্ট অব ওয়ার’-এর কথা উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘‘যখনই আমরা রণকৌশল নিয়ে কথা বলি, তখন গাছের ডালে একটা পাখির উপর অর্জুনের মনোনিবেশের কথা ভাবি। কিন্তু সান জু বলেছেন, যদি আপনার একটা লক্ষ্য থাকে, তা হলে সেটিকে কখনই একক লক্ষ্য করবেন না। আরও পাঁচটি লক্ষ্যকে আক্রমণ করুন। ফলে ওরা (চিন) বাঁধ তৈরি করবে, সেই সঙ্গে ওরা সীমান্তে যুদ্ধ করবে, আবার আপনার সঙ্গে কথাও বলবে।’’

উল্লেখ্য, ১৯৬২ সালের পর ২০২০ সালে ফের সীমান্ত বিবাদকে ঘিরে ভারত-চিনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এর পর বিরোধ মেটাতে দফায় দফায় দু’দেশের কমান্ডার পর্যায়ের বৈঠকও হয়। তার দেরে সংঘাত কিছু থিতু হলেও এখনও পুরোপুরি সমস্যা মেটেনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Ram Madhav India China India China Stand Off RSS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE