লালকেল্লায় নরেন্দ্র মোদী। ছবি টুইটার।
পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারের লাভ হয়। দেশের কোনও উপকার হয় না। দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে: মোদী
দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে হবে: মোদী
We have to fight with all our strength against corruption in the country: PM Modi at Red Fort pic.twitter.com/omYViXGufc
— ANI (@ANI) August 15, 2022
লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে আত্মনির্ভর হওয়ার বার্তা দিলেন মোদী। প্রধানমন্ত্রী বললেন, ‘‘বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও’’।
মহিলাদের প্রতি সম্মান দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীশক্তির পাশে থাকা জরুরি: প্রধানমন্ত্রী
আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে ভারত: মোদী
আগামী দিনে পাঁচ বড় সঙ্কল্প নিয়ে এগোতে হবে আমাদের। প্রথম সঙ্কল্প হল ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প ঐক্যবদ্ধ থাকা, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকা: মোদী
‘‘বড় সঙ্কল্প নিয়ে এগোতে হবে, তবেই স্বপ্নপূরণ হবে। আগামী ২৫ বছর দেশের জন্য গুরুত্বপূর্ণ’’, বললেন প্রধানমন্ত্রী।
লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রীদের অবদানের কথা তুলে ধরলেন মোদী।
‘‘ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি। ৭৫ বছর ধরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশ’’, বললেন প্রধানমন্ত্রী।
লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বললেন, ‘‘অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে স্বাধীনতা প্রাপ্তি হয়েছে।’’
বাপু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব অম্বেডকর, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ দেশবাসী: মোদী
লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে মোদী বললেন, ‘‘নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় এখন।’’
লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানালেন মোদী।
লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PM Modi inspects Guard of Honour, hoists national flag at Red Fort
— ANI Digital (@ani_digital) August 15, 2022
Read @ANI Story | https://t.co/Oaa6LvHAJp pic.twitter.com/PFN2ecv5we
লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হল।
Delhi | PM Modi inspects the inter-services and police Guard of Honour at Red Fort pic.twitter.com/IxySt0G0r4
— ANI (@ANI) August 15, 2022
জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে ৭টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy