Advertisement
E-Paper

‘মদ খেয়ে মারা গেলে এক পয়সাও ক্ষতিপূরণ নয়’, জানালেন নীতীশ, বিহারে বিষমদের বলি বেড়ে ৫৩

মদ খাওয়ার সমর্থনে কেউ কথা বললে তাঁদের থেকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন নীতীশ। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘মদ খাওয়ার পক্ষে যাঁরা কথা বলছেন, তাঁরা আপনার ভাল কিছু করবে না।”

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৬:২০
Share
Save

মদ খেয়ে কেউ মারা গেলেও বিহার সরকারের তরফে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। শুক্রবার এ কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার তিনি বিধানসভায় বক্তৃতা করতে উঠে বলেন, ‘‘মদ খেয়ে কেউ মারা গেলে তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হবে না।” একই সঙ্গে সকলের উদ্দেশে তাঁর বার্তা, “যদি আপনি মদ খান, তবে আপনি মারা যাবেন।”

মদ খাওয়ার সমর্থনে কেউ কথা বললে তাঁদের থেকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘মদ খাওয়ার পক্ষে যাঁরা কথা বলছেন, তাঁরা আপনার ভাল কিছু করবে না।” অপর দিকে সারণে বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৩। বিরোধী বিজেপি এ নিয়ে নীতীশ সরকারের কড়া সমালোচনা করেছে। গত বৃহস্পতিবারই নীতীশ বলেছিলেন, “মদ খাবেন তো মরবেন।” নীতীশের এই ‘অসংবেদনশীল’ বক্তব্যের বিরুদ্ধে বিধানসভায় প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ার পরেও কী ভাবে এত মানুষ বিষাক্ত মদ খেয়ে মারা যাচ্ছেন, সে প্রশ্ন তোলা হচ্ছে বিরোধীদের তরফে। গত বুধবারও এ নিয়ে নীতীশ কুমারের সমালোচনায় সরব হয় বিজেপি। এক সময় বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভে মেজাজ হারান নীতীশ। একদা জোটসঙ্গী, অধুনা বিরোধী বিজেপির বিধায়কদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা সবাই মাতাল হয়ে গিয়েছেন।”

প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিলে মুখ্যমন্ত্রী নীতীশ বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন। সে সময় বিজেপির সহযোগী ছিলেন তিনি। কাগজে-কলমে বিহারে মদ পুরোপুরি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কয়েক বছরে একাধিক বার বিষমদে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে।

Nitish Kumar Hooch tragedy Bihar compensation

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}