সুনীতকুমার সিংহ
এনকাউন্টার থেকে বাঁচতে হলে বিজেপি নেতাদের হাতে রাখো! নইলে প্রাণটি যাবে। ফোন তুলেই নাকি এই হুমকি শুনেছিল উত্তরপ্রদেশের দাগি অপরাধী লেখরাজ যাদব।
কিন্তু অপহরণ, খুন ও তোলাবাজির একাধিক মামলায় অভিযুক্ত লেখরাজকে কে-ই বা ভয় দেখাবে? তার দাবি, ওই হুমকি দিয়েছেন উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার মৌরানিপুর থানার অফিসার সুনীত কুমার সিংহ।
লেখরাজের অভিযোগ, গত শুক্রবার তার কাছে ওই ফোন আসে। এনকাউন্টারের হুমকি দেওয়া হয়। এমনকী, কথোপকথনের মধ্যে বিজেপি নেতাদের নামও টেনে আনা হয়। লেখরাজ গোটা কথোপকথনটি রেকর্ড করে রাখে। আর সে দিন সন্ধেতেই এনকাউন্টার থেকে সে অল্পের জন্য রক্ষা পায়। সেই রাগেই কথোপকথনের রেকর্ডিংটি সংবাদমাধ্যমের হাতে তুলে দেয় সে। আট মিনিটের ওই অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই বিতর্কের মুখে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ। সাসপেন্ড করা হয়েছে ওই পুলিশ অফিসারকে। অডিয়ো ক্লিপের যথার্থতা যাচাই করতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
অডিয়ো ক্লিপে শোনা গিয়েছে, লেখরাজের উদ্দেশে একজন হুঁশিয়ারি দিচ্ছে, ‘‘তোমার (লেখরাজের) মোবাইল নম্বর নজরদারির আওতায় রয়েছে। খুব তাড়াতাড়ি তোমাকে মরতে হবে। বাঁচতে হলে বাবিনার বিধায়ক রাজীব সিংহ পরিছা আর বিজেপির জেলা সভাপতি সঞ্জয় দুবেকে হাতে রাখো, ওঁদের সঙ্গে সমঝোতা করো।’’ এখানেই শেষ নয়। অডিয়োয় আরও বলা হয়েছে, ‘‘আমরাই সব থেকে বড় ‘অপরাধী’ (বলেই হাসি)। আমি অনেক লোককে মেরে তাঁদের ছুড়ে ফেলে দিয়েছি। তুমি ভাল মানুষ। ভগবান তোমার সঙ্গে আছেন। কিন্তু আমার ইতিহাস খুবই খারাপ, আর ভবিষ্যৎ উজ্জ্বল।’’
গোটা অডিয়োয় লেখরাজকে তেমন ভাবে কিছু বলতে শোনা যায়নি। সে শুধু ফোনের ও-পারের বক্তার কাছে প্রাণ বাঁচানোর জন্য কাকুতি-মিনতি করছে।
ফোনে যে দুজন বিজেপি নেতার নাম নেওয়া হয়েছে, তাঁদের দাবি, এই বিষয়ে কিছুই জানেন না তাঁরা। বাবিনার বিধায়ক বলেন, ‘‘ওখানে আমার নাম নেওয়া হয়েছে, সে কথা শুনেই অবাক হয়ে গিয়েছি। আসলে ওটা দুই অপরাধীর কথোপকথন। আর আমি কখনও ওই পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিনি। ওর নিজেরই একটা অতীত রয়েছে। কিন্তু ও কেন আমায় টেনে আনল?’’
উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ও পি সিংহ দাবি করেছেন, বিজেপি আর পুলিশ মিলে এনকাউন্টার করাচ্ছে, এমন ভাবার কোনও কারণ নেই। তিনি জানান, ওই অভিযোগের তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
রাজ্যে অপরাধ দমন করতে এনকাউন্টারের কথা বলে আসছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি তিনি জানিয়েছেন, তিনি ক্ষমতায় আসার পরে গত এক বছরে ১১৪২টি এনকাউন্টার করেছে পুলিশ। তাতে নিহত হয়েছে ৩৪ জন অপরাধী। আর এখনও পর্যন্ত জেলে ঢোকানো হয়েছে ২৭৪৪ জন অপরাধীকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy