গোড়াতেই গন্ডগোল।
গত ১১ এপ্রিল চেন্নাই সফরে গিয়ে এডিএমকের সঙ্গে জোট গড়ে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন লড়ার কথা ঘোষণা করেছিলেন বিজেপি নেতা অমিত শাহ। ছ’দিনের মাথায় নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে আজ এডিএমকে নেতা ই পলানীস্বামী জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গে জোট গড়ে লড়াই স্বাগত। তবে এডিএমকে সরকার গড়লে তাতে স্থান হবে না বিজেপির।
পলানীস্বামীর ওই মন্তব্যের পরে জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। সূত্রের মতে, বিজেপির বিরুদ্ধে জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে পড়ুয়াদের উপরে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তোলা ছাড়াও, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ বাতিলের দাবিতে সরব হয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। সেই দাবিকে সমর্থন করছেন তামিলনাড়ুর বড় অংশের মানুষ। এই আবহে এডিএমকে যদি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার দাবি তোলে, তা হলে তামিল অস্মিতার প্রশ্নে ভোটবাক্সে বিরূপ প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জোট হলেও বিজেপিকে সরকারের শরিক করা হবে না বলে বার্তা দিয়ে গোড়া থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব রেখে চলার কৌশল নিয়েছেন পলানীস্বামীরা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)