কোভ্যাক্সিন। ফাইল ছবি।
ভারতে তৈরি কোভিডের টিকা ‘কোভ্যাক্সিন’ সারা বিশ্বের নজর আকর্ষণ করেছে। বৃহস্পতিবার গভীর রাতে টুইট করে এ কথা জানিয়েছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
সেই টুইটে আইসিএমআর-এর তরফে লেখা হয়েছে, ‘কোভিড -১৯ রুখতে সক্ষম ভারতীয় টিকা কোভ্যাক্সিন। আইসিএমআর এবং ভারত বায়োটেক সম্মিলিত ভাবে বানাচ্ছে এই টিকা। এখনও অবধি এই টিকা সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা নিরাপদ এবং আকর্ষণীয়। এই টিকা নিয়ে প্রবন্ধ ছাপতে চেয়েছে ল্যানসেটও’।
আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়ালের ফলাফল তৃতীয় পর্বের ট্রায়ালের পথ আরও প্রশস্ত করেছে। দেশের ২২টি জায়গায় কোভ্যাক্সিনের তৃতীয় পর্বের ট্রায়াল চলছে।
২২টি জায়গার মতো দিল্লির এমসেও চলছে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। সেখানে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সফল ভাবে সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন এমস সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের চিকিৎসক সঞ্জয় কে রাই।
𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐯𝐚𝐜𝐜𝐢𝐧𝐞 𝐚𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐂𝐎𝐕𝐈𝐃-19 𝐝𝐫𝐚𝐰𝐬 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥 𝐚𝐭𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧. The results of the #COVAXIN Phase-2 human clinical trials can be accessed at https://t.co/jjl1WifW2q pic.twitter.com/VKfvjeZuOE
— ICMR (@ICMRDELHI) December 24, 2020
আরও পড়ুন: বেশি সংক্রামক মানেই মারণ ক্ষমতা বেশি নয়
আরও পড়ুন: বেশি সংক্রামক মানেই মারণ ক্ষমতা বেশি নয়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy