মোক্ষম সময়ে যাত্রীর প্রাণ বাঁচালেন এক পুলিশকর্তা। ছবি: টুইটার।
প্রাণ হাতে করে রেললাইন পার করছেন এক যাত্রী। তবে তা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রায় মরতে বসেছিলেন। মোক্ষম সময়ে ওই যাত্রীকে বাঁচিয়ে তাঁকে চপেটাঘাত করলেন এক পুলিশকর্তা। শনিবার গোটা দৃশ্যটি দেখা গিয়েছেন আইএএস আধিকারিক অবনীশ শরণের টুইটার হ্যান্ডলে। তিনিই ওই ভিডিয়োটি পোস্ট করেছেন। যা দেখে সমাজমাধ্যমের অনেকের মন্তব্য, ‘‘একটি নয়, আরও কয়েকটি চপেটাঘাত প্রাপ্য ওই যাত্রীর।’’
২২ সেকেন্ডের ওই ভিডিয়ো দেখা গিয়েছে, রেললাইনের বেড়া টপকে বিপজ্জনক ভাবে প্ল্যাটফর্মে উঠতে যাচ্ছেন এক মধ্যবয়সি যাত্রী। তবে প্রথম বারের চেষ্টায় বিফল হন তিনি। তাঁর এক পাটি জুতো খুলে বেরিয়ে আসে। তা তুলে নিয়ে আবার প্ল্যাটফর্মে উঠতে যান। এ বার তিনি খেয়াল করেননি যে উল্টো দিক থেকে একটি ট্রেন এগিয়ে আসছে তাঁর দিকে। ট্রেনটি তাঁর একেবারে কাছে চলে এলে কোনওক্রমে যাত্রীর হাত ধরে টেনে তাঁকে প্ল্যাটফর্মে টেনে তোলেন অবনীশ। ঘটনাচক্রে, সে সময় তিনি ওই স্টেশনে কর্তব্যরত ছিলেন। যাত্রীকে প্ল্যাটফর্মে তুলে তাঁর পিঠে একটি চপেটাঘাত করেন তিনি।
क्या आपके ज़िंदगी की कोई क़ीमत नहीं !!! pic.twitter.com/fbv8EJWsU9
— Awanish Sharan (@AwanishSharan) January 14, 2023
এই ঘটনাটি কোথায় ঘটেছে, তা অবশ্য জানা যায়নি। তবে শনিবার এই ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করে অবনীশের প্রশ্ন, ‘‘আপনার জীবনের কি কোনও দাম নেই?’’ তাতে বহু জনের নানা মন্তব্য ধেয়ে এসেছে। ছত্তীসগঢ়ের ২০০৯ সালের ব্যাচের ওই আইএএস আধিকারিকের পোস্টে এক জনের মন্তব্য, ‘‘একটি নয়, ওই যাত্রীকে আরও দু’ঘা দেওয়া উচিত ছিল।’’ অন্য এক জনের মতে, ‘‘অন্তত দু’টি থাপ্পড় তো পাওয়া উচিত ওই যাত্রীর।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy