Advertisement
২৭ নভেম্বর ২০২৪
Narendra Modi

‘ডবল ইঞ্জিন’ ফেরান, নজর রাখব আমিই, আশ্বাস প্রধানমন্ত্রীর

ধলাই জেলার আমবাসা এবং গোমতী জেলার উদয়পুরে শনিবার ‘বিজয় সঙ্কল্প সভা’ করতে এসেছিলেন মোদী। জোড়া সভা থেকেই বিরোধী বাম ও কংগ্রেসের আসন সমঝোতাকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী।

Picture of PM Narendra Modi.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৪১
Share: Save:

ত্রিপুরা জুড়ে ‘মোদী-মানিক সাহার সরকার’ নাম দিয়েই প্রচার চালাচ্ছে বিজেপি। এ বার নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিলেন, ত্রিপুরায় বিজেপির ‘সঙ্কল্প পত্র’ অনুযায়ী কাজ হচ্ছে কি না, সে দিকে তিনি নিজেই নজর রাখবেন। রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকারকে ক্ষমতায় ফেরানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ধলাই জেলার আমবাসা এবং গোমতী জেলার উদয়পুরে শনিবার ‘বিজয় সঙ্কল্প সভা’ করতে এসেছিলেন মোদী। জোড়া সভা থেকেই বিরোধী বাম ও কংগ্রেসের আসন সমঝোতাকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তারই পাশাপাশি মোদীর দাবি, অতীতের ‘অন্ধকার’ থেকে বার করে গোটা উত্তর-পূর্বকে শান্তি ও উন্নয়নের পথে নিয়ে গিয়েছে বিজেপি। তাঁর বক্তব্য, ‘‘ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরাকে আন্তর্জাতিক দুয়ার এবং হাব হিসেবে গড়ে তুলছে। ‘হিরা’ (হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ারওয়েজ) মডেলে কাজ হচ্ছে। এই সুযোগ হারাবেন না। আপনাদের এখানে ‘সঙ্কল্প পত্রে’র (বিজেপির ইস্তাহার) কাজ আমি ব্যক্তিগত ভাবে দেখব।’’ জনজাতিরা কী ভাবে বিজেপি শাসনে উপকৃত হয়েছেন, আমবাসায় তার বিশদ বিবরণ দিয়েছেন মোদী। সেই সঙ্গে কারও নাম না করে তাঁর কটাক্ষ, ‘‘কিছু ছোট দল ভোট কাটতে চায়। ভোটের পরে এরা যাতে সুযোগ না পায়, তার জন্য আগেই এদের ঘরবন্দি করে দিন!’’ প্রদ্যোৎ কিশোর দেববর্মার তিপ্রা মথা-র দিকেই মোদীর ইঙ্গিত ছিল বলে রাজনৈতিক শিবিরের মত। মোদীর ফের প্রচারে আসার কথা সোমবার।

রাজ্যের বিরোধী দলনেতা ও সিপিএমের পলিটবুরো সদস্য মানিক সরকার অবশ্য রাতে দাবি করেছেন, ‘‘প্রধানমন্ত্রী এসে গুচ্ছ গুচ্ছ অসত্য তথ্য পরিবেশন করেছেন। মনমোহন সিংহের আমলে এ রাজ্যে আন্দোলন করে রেল এবং আধুনিক বিমানবন্দরের প্রকল্প নিয়ে আসা হয়েছিল।’’

অন্য বিষয়গুলি:

Narendra Modi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy