ক্লাসে শিক্ষিকার থাপ্পড় খেয়ে ‘অপমানিত’ কিশোর স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। তার বইয়ের ভাঁজ থেকে সুইসাইড নোটও মিলল। সেখানে মায়ের কাছে ক্ষমা চেয়েছে সে। ওই শিক্ষিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
হায়দরাবাদের একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত ওই ছাত্র। অভিযোগ, সে স্কুলের সিসি ক্যামেরায় হাত দিয়েছিল। ক্যামেরার মুখ অন্য দিকে ঘুরিয়ে দিয়েছিল। সেই কারণে ক্লাসের মধ্যে শিক্ষিকা তাকে বকাঝকা করেছিলেন। অভিযোগ, অন্য ছাত্রদের সামনে তাকে থাপ্পড়ও মারা হয়। তার পর মনমরা হয়ে গিয়েছিল কিশোর।
আরও পড়ুন:
অন্য ছাত্রদের বয়ান অনুযায়ী, কিছু ক্ষণ পরে ওই শিক্ষিকার কাছেই শৌচাগারে যাওয়ার অনুমতি চায় কিশোর। তার পর ক্লাস থেকে বেরিয়ে শৌচাগারের দিকে না-গিয়ে ছাদে উঠে পড়ে। ছাদ থেকে ঝাঁপ দেয় সে। দ্রুত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
স্কুলে তল্লাশি চালিয়ে ছাত্রের একটি বইয়ের ভিতর থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য মায়ের কাছে সে ক্ষমা চেয়েছে। ওই ছাত্রের সহপাঠী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।