হায়দরাবাদের বিভিন্ন প্রান্তে খেলনার মতো ভেসে যাচ্ছে গাড়়ি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দিন তিনেক ধরে প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত হায়দরাবাদের জনজীবন। গত দু’দিনে সেখানকার রাস্তাঘাটের পরিস্থিতির ছবি-ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দেখা যাচ্ছে, শহরের বিভিন্ন প্রান্তে কী ভাবে খেলনার মতো ভেসে যাচ্ছে গাড়়ি। জলের তোড়ে এক ব্যক্তির ভেসে যাওয়ার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ওই ব্যক্তির ভেসে যাওয়ার দৃশ্যটি ফলকনুমার কাছে বরকসের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তায় জমা জলে ভেসে যাচ্ছেন এক ব্যক্তি। যেতে যেতে তিনি একটি পোল আকড়ে ধরার চেষ্টা করলেন। কিন্তু প্রবল জলের তোড়ে আবার ভেসে গেলেন। সে সময় রাস্তার পাশে কয়েকজন ব্যক্তি তাঁকে বাঁচানোর জন্য চিৎকার করছেন। কিন্তু জলের স্রোতে নামতে সাহস পাচ্ছেন না। যদিও ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। দেখুন ভিডিয়ো—
#Hyderabad Rain Havoc - Scary !!
— Mohmmad Nausad alam (محمد نصاد علام) (@nausadalam87) October 14, 2020
all people pray pic.twitter.com/we59L68Imd
রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির খেলনার মতো ভেসে যাওয়ার ভিডিয়োতে ভর্তি সোশ্যাল মিডিয়া। সেখানকার বিভিন্ন এলাকাতে জলের তোড়ে ভেসে গিয়েছে দাঁড়িয়ে থাকা গাড়ি। দেখুন সেই ভিডিয়ো—
Unbelievable scenes as cars, even heavy vehicles, are like free floating objects just carried by the force of water; this one recd as a forward, said to be from Green Park Colony #Saroornagar #HyderabadRains @ndtv @ndtvindia #FloatingInHyderabad pic.twitter.com/Go4dBVmGaT
— Uma Sudhir (@umasudhir) October 13, 2020
বুধবারও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে হায়দরাবাদে। আগামিকালও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: দেওয়াল ভেঙে ৩ শিশু-সহ মৃত ৯, বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ
আরও পড়ুন: পুজোয় ৩৯২ স্পেশাল ট্রেন, বাংলা পেল ৬৬, রইল তালিকা
Many friends from across the country have been asking me about floods caused by incessant rain in Hyderabad. Thank you 🙏 All for concerns. So far, all near and dear are safe. This clip best shows the extent of the disruption on roads. #HyderabadRains pic.twitter.com/ZKynsTlHXN
— Manoj Kumar (@manoj_naandi) October 14, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy