তুষারপাতের কারণে আটকে পর্যটকদের গাড়ি। ছবি: পিটিআই।
গত দু’দিন ধরে টানা তুষারপাত হচ্ছে লাদাখের লেহ্তে। এই সময় প্রচুর পর্যটক লাদাখে বেড়াতে গিয়েছেন। ফলে আচমকা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিপাকে পড়েন। চাংলা টপে ভারী তুষারপাতের কারণে কয়েকশো পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা গাড়ি নিয়ে আটকে পড়েন। আটকে থাকা পর্যটক এবং স্থানীয়দের মধ্যে মহিলা এবং শিশুও ছিল।
তুষারপাতে পর্যটকরা আটকে পড়েছেন, এই খবর পৌঁছতেই স্থানীয় প্রশাসন উদ্ধারকারী দল পাঠায়। লাদাখ পুলিশের উদ্ধারকারী দল, সেনা ঘটনাস্থলে পৌঁছে শুক্রবার সন্ধ্যা থেকেই উদ্ধারের কাজ শুরু করে। রাতভর উদ্ধারের কাজ চালানো হয় বলে লাদাখ পুলিশ সূত্রে খবর। সমস্ত পর্যটক এবং আটকে থাকা স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
District Police, Leh rescues stranded passengers from Changla Axis amid heavy snowfall.
— ADGP Ladakh (@IgpLadakh) May 26, 2023
Prompt action by police, army& GREF rescue teams ensures safe evacuation of women, children& tourists.
Stay safe & follow weather advisories. #LehRescue #SafetyFirst @lg_ladakh @LehPolice pic.twitter.com/uOnOvwIALt
পুলিশ সূত্রে খবর, দু’দিন ধরে টানা তুষারপাতের কারণে রাস্তায় পুরু বরফ জমে গিয়েছিল। তা ছাড়া তুষারপাতের কারণে রাস্তা খুব পিছল হয়ে গিয়েছিল। তাই পর্যটকরা সেই রাস্তা ধরে এগোনোর সাহস দেখাননি। কোনও রকম ঝুঁকি নিলেই বিপদের মুখে পড়তে হত। চাংলা টপে যাওয়ার রাস্তায় শয়ে শয়ে গাড়ি থমকে গিয়েছিল। খারু এবং তাংসে থেকে পুলিশের একটি উদ্ধারকারী দল দ্রুত চাংলায় পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে ওই দলে মহিলা এবং শিশুর সংখ্যা বেশি থাকায় তাদের উদ্ধারের উপর বেশি নজর দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, যাঁরা নিজেদের গাড়ি নিয়ে এসেছিলেন, তাঁদের পুলিশের গাড়ি এবং ট্যাক্সিতে নিরাপদ স্থানে পাঠানো হয়। ব্যক্তিগত গাড়িগুলিকে স্থানীয় চালকদের সহযোগিতায় নিরাপদ স্থানে সরানো হয়। পাশাপাশি, কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তার জন্য একটি মেডিক্যাল দলও প্রস্তুত রাখা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy