প্রতীকী ছবি।
সাতসকালেই আঁধার নামল দিল্লিতে। সোমবার সকালে দিল্লিবাসীর ঘুম ভাঙল প্রবল কালবৈশাখী ঝড়ে। ৯০ কিলোমিটার বেগে সেই ঝড়ে মুহূর্তেই ‘ব্ল্যাক আউট’ হয়ে যায় রাজধানী জুড়ে। ব্যাহত হয় বিমান চলাচলও। শেষে রাজধানীর বিমানযাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করতে বাধ্য হয় বিমান পরিবহণ সংস্থাগুলিও। তারা জানায়, বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীরা যেন তাঁদের বিমানের রওনা হওয়ার সময় দেখে নেন।
সোমবার সকাল সাড়ে পাঁচটা থেকেই শুরু হয়েছিল ঝড় বৃষ্টি। প্রায় এক ঘণ্টা পর সাড়ে ছ’টা নাগাদ মৌসম ভবন জানিয়ে দেয়, দিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আরও দু’ ঘণ্টা চলতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে।
গত কয়েক দিন ধরেই তীব্র গরমের দাবদাহে পুড়ছিল দিল্লি। এর মধ্যে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রাজস্থানের উষ্ণতম শহর চুরুকেও ছাড়িয়ে গিয়েছিল। ৪৯ ডিগ্রি ছারিয়েছিল দিল্লির তাপমাত্রা। সোমবারের ঝড়বৃষ্টি তাতে কিছুটা স্বস্তি দিলেও অন্য ভোগান্তির মুখে পড়েছেন দিল্লির বাসিন্দারা।
সোমবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে বহু বিমান উড়তে না পারায় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যাত্রীদের বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়। টুইট করে এ কথা জানায় দিল্লি বিমানবন্দর। পরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো বিমানসংস্থাগুলিকেও দেখা যায় খারাপ আবহাওয়ার জন্য বিমান চলাচল ব্যাহত হওয়ার কথা টুইট করে জানাতে।
Due to bad weather, flight operations at @DelhiAirport are affected. Passengers are requested to get in touch with the airline concerned for updated flight information. #BadWeather #Rain
— Delhi Airport (@DelhiAirport) May 23, 2022
#6ETravelAdvisory: It's pouring in #Delhi. Flight departures and arrivals are getting impacted. Keep enough travel time in hand while traveling to the airport. To check your flight status https://t.co/dZbjXuYqED. For assistance DM us on Twitter/Facebook.
— IndiGo (@IndiGo6E) May 23, 2022
#FlyAI :Due to inclement weather in Delhi, flights are getting diverted & delayed. Traffic congestion on roads is also likely. Passengers are requested to keep sufficient time in hand to report for flights.
— Air India (@airindiain) May 23, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy