স্কুলবাসে অতিকায় পাইথন! আর তা নিয়েই হুলস্থুল উত্তরপ্রদেশের রায়বরেলির একটি বেসরকারি স্কুলে। বনকর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় অবশেষে জালে ধরে ফেলা সম্ভব হয় পাইথনটিকে। হাফ ছেড়ে বাঁচেন বাসের চালক ও প্রশাসনের আধিকারিকরা।
রবিবার, স্কুল ছুটি। বাস নিয়ে নিজের গ্রামে চলে গিয়েছিলেন চালক। রবিবার দুপুর নাগাদ তিনি ফেরেন শহরে। আচমকাই একটি সিটের তলা থেকে উঁকি দেয় একটি বিশাল আকারের পাইথন। তা দেখেই চক্ষু চড়়কগাছ চালক, কন্ডাক্টরের। দৌড়ে বাস থেকে নেমে তাঁরা চিৎকার জুড়ে দেন। তা শুনে পথচলতি মানুষ ভিড় জমায়। পৌঁছে যায় পুলিশও। বাসে উঠে দেখা যায়, পালানোর পথ না পেয়ে পাইথনটি বাসের মেঝের একটি গর্তে ঢোকার চেষ্টা করছে। খবর দেওয়া হয় বন দফতরকে। তাঁরা এসে ঘণ্টাখানেকের চেষ্টায় সাপটিকে জালবন্দি করতে সক্ষম হয়। হাফ ছেড়ে বাঁচেন সকলে।
A python rescued from a school bus in Raibareli, UP pic.twitter.com/lN1LfIW4ic
— Sanat Singh (@sanat_design) October 16, 2022
আরও পড়ুন:
জানা গিয়েছে, চালকের গ্রামের বাড়িতে যেখানে বাসটি রাখা ছিল তার আশেপাশেই চরছিল কয়েকটি ছাগল। পাইথনটি ছাগল শিকার করতেই বেরিয়েছিল। কিন্তু মানুষের আনাগোনার আওয়াজ পেয়ে পাইথনটি বাসে ঢুকে পড়ে। কিন্তু আর বেরোতে পারেনি। বাসে যে রয়েছে অতিকায় পাইথন, তা না জেনেই চালক বাস নিয়ে শহরে চলে আসেন। তার পর বুঝতে পারেন, কাকে বয়ে আনলেন তিনি!
তবে রবিবার ছুটির দিন থাকায় স্কুল বন্ধ ছিল। ফলে শিশুরাও বাড়িতে। অন্য দিন হলে কী হত, তা ভাবলেও শিউরে উঠছেন মা, বাবারা।