মানব সম্পদউন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।
ডিমড্ হিসেবে ঘোষিত হতে চলা তিনটি সংস্কৃত বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়ার জন্য বুধবার লোকসভায় বিল আনল মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। তিন প্রতিষ্ঠান হল, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান, শ্রী লালবাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ ও রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ। প্রথম দু’টি দিল্লিতে, তৃতীয়টি তিরুপতির। মানব সম্পদউন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের দাবি, ওই সমস্ত প্রতিষ্ঠানে সংস্কৃত এবং শাস্ত্রীয় বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা ও গবেষণার সুযোগ বাড়বে। রাস্তা খুলবে ভারতীয় দর্শন, যোগ ইত্যাদি নিয়ে চর্চার। কিন্তু অনেকের প্রশ্ন, ভাঁড়ারে টানের কারণে কেন্দ্র যেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন, জেএনইউ-সহ দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে ফি বৃদ্ধির কথা বলছে, তখন এই তিন প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তকমা দিতে এত তাড়া কীসের?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy