রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) অনলাইনে টাকা লেনদেন-অ্যাপের নিরাপত্তার কথা ভেবে পদক্ষেপ করল। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে ভুল অ্যাড্রেসে অর্থাৎ অন্য কারও ব্যাঙ্কে টাকা চলে গেলে, সেই টাকা কী ভাবে ফেরত পাওয়া যাবে তাই নিয়ে তাঁরা এক নিয়মাবলী তৈরি করেছে।
ইউপিআই এখন সর্বাধিক মানুষ ব্যবহার করেন। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই কিউআর কোড স্ক্যান করে আমরা নির্দিষ্ট ব্যাঙ্কে টাকা পাঠিয়ে থাকি কিন্তু মাঝেমধ্যেই ভুল আইডিতে টাকা চলে যাওয়ার অভিযোগ উঠে আসে। তার পরেই এক আতঙ্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে টাকা লেনদেনের বিভিন্ন অ্যাপ যেমন পেটিএম, গুগল পে, ফোন পে-র গ্রাহক পরিষেবা থেকেও সাহায্য পাওয়া যেতে পারে। তা-ও যদি টাকা না পাওয়া যায় তখন আরবিআইয়ের দেওয়া এই লিঙ্কে গিয়ে নিজের নাম এবং সমস্যা নথিভুক্ত করতে হবে। সেখানেই বিস্তারিত সব ব্যখ্যা করা আছে। (RBI's ombudsman for digital transactions)
আরও পড়ুন:
আরবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, নতুন নিয়মাবলিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, কোনও গ্রাহকের টাকা যদি ভুল ইউপিআই অ্যাড্রেসে চলে যায় সে ক্ষেত্রে তাঁকে সর্বাগ্রে অভিযোগ দায়ের করতে হবে। তার পরে সেই অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে।