একটু একটু করে নৌকার অংশ ডুবছিল। প্রাণে বাঁচতে জলে একের পর এক পুরুষ, মহিলা ঝাঁপ মারছিলেন। সঙ্গে সাহায্যের জন্য পরিত্রাহী চিৎকার। একটা সময় নৌকাটি পুরো উল্টে যেতে দেখা গেল, নৌকায় তখনও বেশ কয়েক জন ছিলেন। অসমের যোরহাটে নৌকা দুর্ঘটনার ভয়ানক দৃশ্য সামনে এল। যা দেখে শিউরে উঠেছেন অনেকেই।
বুধবার বিকেলে ব্রহ্মপুত্রে যোরহাটের কাছে নিমাতি ঘাটে দু’টি যাত্রিবোঝাই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। দু’টি নৌকাতে একশো জনেরও বেশি যাত্রী ছিলেন। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় এক জন মারা দিয়েছেন। নিখোঁজ বহু।
Sad News: Two boats collided and capsized in #Brahmaputra near Majuli, Assam.
— AIUWC (@aiuwcindia) September 8, 2021
100+ people reported missing.
pic.twitter.com/ANpxBfxHOw
‘মা কমলা’ নামে একটি নৌকা নিমাতি ঘাট থেকে মাজুলির দিকে যাচ্ছিল। অন্য নৌকা ‘ত্রিপকাই’ মাজুলি থেকে নিমাতি ঘাটে আসছিল। ঘাট থেকে কিছুটা দূরেই দু’টি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। একটি নৌকা ভেঙে উল্টে যায়। সেটি জলের স্রোতে প্রায় দেড় কিলোমিটার ভেসে গিয়ে আটকে যায়। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, এই প্রতিবেদন লেখার সময়ও নৌকাটি সোজা করা সম্ভব হয়নি। সোজা করার পর স্পষ্ট হবে নৌকার মধ্যে কেউ আটকে আছে কিনা।
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ৮২ জন যাত্রী নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। এক জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাহায্য নেওয়া হবে সেনা এবং বিমানবাহিনীরও।