Advertisement
E-Paper

হামলার ছক? ৫০ ডিটোনেটর, ২৯টি টাইমার, বন্দুক-সহ জম্মু-কাশ্মীরে ধৃত হিজ়বুল জঙ্গি! পলাতক ছিল ১৮ বছর

উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, ধৃত জঙ্গির নাম উলফত হুসেন। পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় নাম ছিল হুসেনের। তার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা।

ধৃত জঙ্গি উলফত হুসেন। ছবি: সংগৃহীত।

ধৃত জঙ্গি উলফত হুসেন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১১:৫৬
Share
Save

১৮ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। সেই হিজ়বুল জঙ্গিকেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক-সহ গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) এবং জম্মু-কাশ্মীরের কাঠগড় থানার পুলিশ। শনিবার ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, ধৃত জঙ্গির নাম উলফত হুসেন। পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় নাম ছিল হুসেনের। তার মাথার দাম ছিল ২৫ হাজার টাকা। উত্তরপ্রদেশের সাহারনপুরের এটিএস-এর কাছে গোপন সূত্রে খবর আসে জম্মু-কাশ্মীরের পুঞ্চে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে হুসেনকে। সেই খবর পাওয়ার পরই পুঞ্চে যায় এটিএস। কাঠগড় থানার সঙ্গে যোগাযোগ করে তারা। তার পরই এটিএস এবং কাঠগড় থানা হুসেনকে ধরার জন্য অভিযানে নামে।

এটিএস সূত্রে খবর, ধৃত জঙ্গির কাছ থেকে একটি একে ৪৭, একে ৫৬, ২টি পিস্তল, ১২টি হ্যান্ড গ্রেনেড, ৩৯টি টাইমার, ৫০টি ডিটোনেটর, ৩৭টি ব্যাটারি, ২৯ কেজি বিস্ফোরক পদার্থ, ৫৬০টি তাজা কার্তুজ এবং ৮টি ম্যাগাজ়িন উদ্ধার হয়েছে হুসেনের কাছ থেকে। ২০০২ সালে চার সঙ্গী-সহ গ্রেফতার হয়েছিল হুসেন। ২০০৮ সালে জেল থেকে ছাড়া পায়। কিন্তু তার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। আদালতে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বার বারই হাজিরা এড়িয়েছে সে। হুসেনের বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। হুসেনের খোঁজে গত ১৮ বছর ধরে তল্লাশি চালাচ্ছিল এটিএস। অবশেষে পুঞ্চ থেকে গ্রেফতার হয় হুসেন। এটিএস সূত্রে খবর, হুসেনের কাছে থেকে যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে তাতে মনে করা হচ্ছে, দেশে বড় হামলার পরিকল্পনা ছিল তার। সূত্রের খবর, ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত পাক-অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ নিয়েছিল হুসেন।

Hizbul Mujahideen Terrorist Jammu and Kashmir

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}