Advertisement
৩০ অক্টোবর ২০২৪
himachal pradesh

Himachal Pradesh: প্রত্যেক মহিলাকে মাসে ১,৫০০! হিমাচলে জিতলে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প কংগ্রেসের

হিমাচলে ক্ষমতা দখল করলে পরিবারপিছু বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ এবং বিশেষ পেনশন প্রকল্প কার্যকরের অঙ্গীকারও করেছে কংগ্রেসে।

ভোটমুখী হিমাচলে সক্রিয় কংগ্রেস।

ভোটমুখী হিমাচলে সক্রিয় কংগ্রেস। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শিমলা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ২১:৪২
Share: Save:

বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে হিমাচল প্রদেশে নতুন প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিল কংগ্রেস। চলতি বছরের শেষে হিমালয় ঘেরা ওই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে হিমাচল প্রদেশ কংগ্রেসের তরফে সোমবার ঘোষণা করা হয়েছে, আগামী বিধানসভা ভোটে জিতে সে রাজ্য ক্ষমতায় এলে রাজ্যের ১৮ থেকে ৬০ বছর বয়সি প্রত্যেক মহিলাকে মাসে ১,৫০০ টাকা দেওয়া হবে।

প্রসঙ্গত, বাংলার চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক পরিবারের গৃহকর্ত্রীকে মাসে ৫০০ টাকা দেওয়া হয়। অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মতো শুধুমাত্র প্রতি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলারা নয়, বার্ধক্য ভাতার আওতায় আসেন না, এমন প্রত্যেক মহিলাকেই প্রস্তাবিত প্রকল্পের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সনিয়া গাঁধীর দল। হিমাচলের ভারপ্রাপ্ত কংগ্রেসে নেতা তথা ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল এই ঘোষণা করেছেন।

পাশাপাশি, হিমাচল প্রদেশে ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ারও অঙ্গীকার করেছে কংগ্রেসে। বিধানসভা ভোটকে ‘পাখির চোখ’ করে ইতিমধ্যেই সে রাজ্যের বিজেপি সরকার পরিবারপিছু ১২৫ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রকল্প চালু করেছে। সম্প্রতি আম আদমি পার্টি (আপ)-র অরবিন্দ কেজরীবালও প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে নিখরচায় ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবে হিমাচলবাসী। এ ছাড়া, হিমাচলে ভোটে জিতলে ১০ দিনের মধ্যে ছত্তীসগঢ় ও রাজস্থানের ধাঁচে বিশেষ পেনশন প্রকল্প কার্যকরের কথাও জানান ভূপেশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE