মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার জেড পি স্কুলে তাঁর পড়াশোনা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। তার পর বাকি স্কুলজীবন কাটে নাগপুরের পটবর্ধন হাই স্কুলে। নাগপুরেরই বিশ্বেশ্বরায়া ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেন। ফিনান্স ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেন যমুনালাল বজাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে।