হিমাচলের কাংড়া জেলায় ধস নেমে আহত আট জন।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরে সরে গিয়েছে। আগামী দু’ দিনে তা আরও উত্তরের দিকে এগোবে। জানিয়েছে মৌসম ভবন (আইএমডি)। ফলে উত্তর পশ্চিম ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
এর মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত। মঙ্গলবার হিমাচলের কিন্নরে মেঘভাঙা বৃষ্টিতে ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়ি। শালখর গ্রামের ঘটনা। জলস্রোতে বেশ কয়েকটি গাড়িও ভেসে গিয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, হিমাচলের কাংড়া জেলায় ধস নেমে আহত আট জন।
Kinnaur, Himachal Pradesh | Cloudburst in Shalkhar village, Hanrang sub-tehsil. Small water canals and some vehicles buried. Damage incurred by some houses too: DEOC Kinnaur pic.twitter.com/lx31oYQQgA
— ANI (@ANI) July 19, 2022
মহারাষ্ট্রের চন্দ্রপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ওয়ার্ধা জেলায় অতিরিক্ত বৃষ্টির কারণে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। সোমবার রাজ্যের কিছু জেলায় কমলা সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। গুজরাতেও উকাই বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে।
সোমবার থেকে রাজস্থানের বনসওয়ারা, চিতৌরগড়, ঝালাওয়াড়, দুঙ্গারপুর, সিরোহি, কোটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আগামী তিন থেকে পাঁচ দিন পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরবঙ্গ, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy