ছবি পিটিআই।
প্রবল বর্ষণে গুজরাতের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে নবসারি জেলার বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায়। পূর্ণা, অম্বিকা, কাবেরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।
টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে নবসারিতে বৃহস্পতিবার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার। ওই জেলার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। নবসারির সঙ্গে সুরাত হাইওয়ের সংযোগকারী রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
Gujarat | With roads & bylanes submerged and rainwater inundating residential premises alike, the flood situation in Navsari district remains grim pic.twitter.com/7rymDUoj9u
— ANI (@ANI) July 13, 2022
নবসারি ও বিলিমোরার নিচু এলাকাগুলি জলের তলায়। হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জুনাগড়, গির সোমনাথ, দাং, ভালসাদ ও নবসারিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ওই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy