জল-যন্ত্রণায় রাজধানী— ছবি: পিটিআই।
মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবার রাত থেকেই। বৃহস্পতিবার সকালে তা আরও মারাত্মক আকার নিল। টানা বৃষ্টির জেরে কার্যত ঘরবন্দি হয়েছে দিল্লি এবং পাশ্বর্বর্তী গুরুগ্রাম এলাকা।
প্রবল বৃষ্টির জেরে শহরের নীচু এলাকায় জল জমতে শুরু করেছে আজ সকাল থেকেই। ফলে বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অন্য রাস্তাগুলিতে তৈরি হয়েছে প্রবল যানজট।
সফদরজং অবজারভেটরির রিপোর্ট বলছে, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিল্লিতে ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পালম আবহাওয়া কেন্দ্রের হিসেবে এই সময়সীমা মধ্যে বৃষ্টিপাত ৭০.৯ মিলিমিটার। যা সাম্প্রতিক কালে নজিরবিহীন।
আরও পড়ুন: বিহারে ‘মহাজোট’ ছাড়লেন জিতনরাম, এনডিএতে ফেরার ইঙ্গিত
দিল্লি পুলিশ জানিয়েছে, লালকুঁয়ার কাছে এমবি রোড আন্ডারপাসের দু’দিকের ক্যারেজওয়ে জলমগ্ন হওয়ায় যানবাহন চলাচল বন্ধ। কস্তুরবা আন্ডারপাস, নরেলা-বাওয়ানা সড়ক, ঝাণ্ডেওয়ালান মন্দির, মা আনন্দময়ী মার্গ, সরাই পিপল, জাহাঙ্গিরপুরী, মদনপুর খদর এলাকাতেও জল জমে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। বেশ কিছু গাড়ি আটকে পড়েছে।
আরও পড়ুন: এক তৃতীয়াংশ দিল্লিবাসীর দেহে করোনা অ্যান্টিবডি! দাবি সেরো-সমীক্ষায়
প্রবল বৃষ্টিতে মাটি ধসে যাওয়ায় গুরুগ্রামের ব্যস্ত এলাকা ইফকো চকের রাস্তায় আজ ভাঙন ধরেছে। তৈরি হয়েছে যানজট। গল্ফ কোর্স রোডের জলমগ্ন আন্ডারপাসে আটকে পড়েছে বেশ কিছু গাড়ি। এরই মধ্যে আবহাওয়া দফতর আগামী ২৪ তারিখ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy