Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Supreme Court of India

‘নিজেদের রক্ষা করার দায়িত্ব স্বাস্থ্যকর্মীরই’

১৫ মে স্বাস্থ্যকর্মীদের জন্য ‘হাসপাতাল সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ বিধি চালু করেছে কেন্দ্র।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৫:৩০
Share: Save:

করোনাভাইরাসের হাত থেকে নিজেদের রক্ষা করার চূড়ান্ত দায়িত্ব স্বাস্থ্যকর্মীদেরই বলে সুপ্রিম কোর্টে জানাল নরেন্দ্র মোদী সরকার। আজ এক হলফনামায় তারা জানিয়েছে, স্বাস্থ্যকর্মীদের জন্য চালু করা ‘হাসপাতাল সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ বিধি কার্যকর করার দায়িত্ব হাসপাতালগুলির। কিন্তু করোনা-সহ সব সংক্রামক রোগ থেকে নিজেদের রক্ষা করার জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে নিজেদের রক্ষা করার দায়িত্ব স্বাস্থ্যকর্মীদেরই। সরকার জানিয়েছে, বিধি সঠিক ভাবে মেনে চললে স্বাস্থ্যকর্মীদের সং‌ক্রমিত হওয়ার সম্ভাবনা অন্য যে কারও মতোই।

১৫ মে স্বাস্থ্যকর্মীদের জন্য ‘হাসপাতাল সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ বিধি চালু করেছে কেন্দ্র। সেই বিধি নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন চিকিৎসক আরুষি জৈন। সেই মামলাতেই এই হলফনামা পেশ করেছে কেন্দ্র। আরুষির আইনজীবীদের পাল্টা হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে বেঞ্চ। ১২ জুন ফের মামলার শুনানি হবে। দাবি মানা না হলে ১০ জুন গণছুটিতে যাওয়ার কথা ঘোষণা করেছে দিল্লির নার্স সংগঠন। তাতেও কাজ না-হলে, ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE