ধাক্কার সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।
দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩০ যাত্রী। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমে। আর দুর্ঘটনার সেই ভিডিয়ো ধরা পড়েছে দুর্ঘটনাগ্রস্ত একটি বাসে বসানো সিসিটিভি ক্যামেরাতে। শিউরে ওঠার মতো সেই ভিডিয়োই এখন ভাইরাল।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাসে গান চলছিল। সেটি দ্রুত গতিতে ছুটছিল। হঠাৎই প্রবল একটা ঝাঁকুনি। স্টিয়ারিং থেকে ছিটকে পড়লেন চালক। তাঁর মাথা ফেটে গিয়েছিল। বেশ কয়েক জন যাত্রীকে এ দিক-ও দিক ছিটকে পড়তেও দেখা যায়।
#WATCH | Tamil Nadu: Two private buses collided head-on with each other in Salem district; several reported to be injured. Further details awaited.
— ANI (@ANI) May 18, 2022
(Source Unverified) pic.twitter.com/8FAJ0KRizk
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় একটি বেসরকারি বাস ৩০ জন যাত্রী নিয়ে এডাপ্পাড়ি থেকে আসছিল। তখন উল্টো দিক থেকে আসছিল আরও একটি বেসরকারি বাস। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আর একটিকে সরাসরি ধাক্কা মারে। সেই ঘটনায় দু’টি বাসের মোট ৩০ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy