করোনা আক্রান্ত হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ।
হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ করোনার সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন দিন ১৫ আগে। শনিবার তাঁর করোনা ধরা পড়ল। এ কথা টুইট করে নিজেই জানিয়েছেন অনিল। তিনি আবার হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রীও।
শনিবার অনিল টুইট করেছেন, ‘আমার করোনা ধরা পড়েছে, আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে আমি ভর্তি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কোভিড পরীক্ষা করাতে বলছি’।
I have been tested Corona positive. I am admitted in Civil Hospital Ambala Cantt. All those who have come in close contact to me are advised to get themselves tested for corona.
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) December 5, 2020
করোনার টিকা নেওয়ার পরেও কী ভাবে সংক্রমিত হলেন অনিল? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ব্যাখ্যা, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর কারও শরীরে সংক্রমণ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। কিন্তু অনিল কোভ্যাক্সিন-এর শুধুমাত্র প্রথম ডোজই নিয়েছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের দাবি, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর তার কার্যকারিতা শুরু হয়।
আরও পড়ুন: কৃষি আইনে সংশোধনী? মোদীর সঙ্গে অমিতের বৈঠকে জল্পনা
আরও পড়ুন: করোনা রিপোর্ট নেগেটিভ, এ বার কি গ্রেফতার গরুপাচার কাণ্ডের ‘কিংপিন’ এনামুল?
দেশের বিভিন্ন প্রান্তে ভারত বায়োটেকের তৈরি করা করোনার সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। গত ২০ নভেম্বর সেই ট্রায়ালে অংশগ্রহণ করেন অনিল। স্বেচ্ছাসেবক হিসাবে তিনি যে ওই ট্রায়ালে অংশগ্রহণ করতে চলেছেন, সে কথা আগেই জানিয়েছিলেন বছর ৬৭-র অনিল। প্রথম দু’ধাপের পরীক্ষায় অন্তত ১ হাজার জনের উপর প্রয়োগ করা হয়েছিল কোভ্যাক্সিন। তাতে ‘নিরাপদ’ প্রমাণিত হওয়ার পরই তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করা হয়। এ রাজ্যে ওই টিকার প্রথম ডোজ নিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy