Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Harsh Vardhan Shringla

ফ্রান্সে দাঁড়িয়েও শ্রিংলার নিশানায় পাকিস্তান

বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, শ্রিংলার চলতি ত্রিদেশীয় সফরে সন্ত্রাসবাদের বিরদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের জন্য ছিল না ঠিকই।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ০৩:৪২
Share: Save:

জঙ্গি সন্ত্রাসের ধাক্কায় নড়ে যাওয়া ফ্রান্সের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের নাম করে মৌলবাদের বিরুদ্ধে সরব হল ভারত। বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের ইউরোপ সফর শুরু করেছেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তাঁর সফরের প্রথম
গন্তব্য ফ্রান্স। সেখানে এক বক্তৃতায় শ্রিংলা বলেন, “ফ্রান্সের সাম্প্রতিক দু’টি সন্ত্রাসবাদী হামলা ভয়ঙ্কর। তার একটির উৎস যত দূর সম্ভব আমাদের পশ্চিমের প্রতিবেশী— পাকিস্তান।’’

বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, শ্রিংলার চলতি ত্রিদেশীয় সফরে সন্ত্রাসবাদের বিরদ্ধে আন্তর্জাতিক জোট গঠনের জন্য ছিল না ঠিকই। কিন্তু বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তানকে ইউরোপের মঞ্চে কোণঠাসা করার যে সুযোগ তৈরি হয়েছে, তার পূর্ণ সদ্ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক।

আগামী বছরের গোড়া থেকে ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কাজ শুরু করবে। আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে বিভিন্ন বহুপাক্ষিক জোটে নিজেদের অবস্থানকে তুলে ধরা বিদেশনীতির অগ্রাধিকারের মধ্যে পড়ছে। শ্রিংলার কথায়, “তিন দশক ধরে আমরা নগ্ন মৌলবাদের ধাক্কা সামলাচ্ছি। দেখেছি, এর থেকে কি ভয়ংকর হিংসা তৈরি হতে পারে। বিশ্ব সভ্যতার একজোট হয়ে, দৃঢতার সঙ্গে এই হুমকির মোকাবিলা করা প্রয়োজন।’’

প্রসঙ্গত গত বছর ভারত-ফ্রান্স শীর্ষ বৈঠকের পরে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল, সেখানেও মৌলবাদের মোকাবিলার কথা বলা হয়েছিল। পুলওয়ামা হামলার পরেও প্রকাশ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছিল ফ্রান্স।

অন্য বিষয়গুলি:

Harsh Vardhan Shringla India France Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE