Advertisement
২৫ নভেম্বর ২০২৪

মণীষীদের স্মরণ বরাক বঙ্গের

আশ্বিন মাসে জন্মগ্রহণ করা বঙ্গভাষী মণীষীদের স্মরণানুষ্ঠান হল হাইলাকান্দিতে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতি, সাহিত্য পত্রিকা ‘শাদ্বল’ ও ব্লু ফ্লায়ার্স হাইস্কুলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ০৩:১১
Share: Save:

আশ্বিন মাসে জন্মগ্রহণ করা বঙ্গভাষী মণীষীদের স্মরণানুষ্ঠান হল হাইলাকান্দিতে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক সমিতি, সাহিত্য পত্রিকা ‘শাদ্বল’ ও ব্লু ফ্লায়ার্স হাইস্কুলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়। গত কাল ওই অনুষ্ঠানে ৮ জন মণীষীর জীবন নিয়ে আলোচনা করা হয়। তাঁরা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কামিনী রায়, জগদানন্দ রায়, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সমর সেন, আকবর হুসেন, বিমল কর ও সৈয়দ মুস্তাফা সিরাজ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বরাক বঙ্গের শহর আঞ্চলিক সমিতির সভাপতি হীরকজ্যোতি চক্রবর্তী। আমন্ত্রিত অতিথিরা বরাক বঙ্গের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন— প্রতি মাসে মণীষীদের স্মরণ করায় বর্তমান প্রজন্মের কাছে তাঁরা নতুন ভাবে পরিচিত হচ্ছেন। কয়েক জন বক্তা জানান, বাংলা সাহিত্যের এমন অনেক কবি, সাহিত্যিক রয়েছেন, যাঁদের নাম অনেকেই ভুলতে বসেছেন। অনুষ্ঠানে প্রবীণ শিক্ষাবিদ প্রমোদচন্দ্র নাথ, অনিন্দ্য নাথ, নীহারেন্দু চৌধুরী বক্তব্য রাখেন। মণীষীদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। কবি, সাহিত্যিকদের পাশাপাশি ছাত্রছত্রীরাও আলোচনায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মধুমিতা চক্রবর্তী, পাপিয়া ভট্টাচার্য, তপস্যা ভট্টাচার্য, মধুমিতা ভট্টাচার্য, মোহনা ভট্টাচার্য,পূর্ণিমারানি দে, সুপর্ণা ভট্টাচার্য, বিনয়েন্দ্রনাথ ভট্টাচার্য, বিনিতা সিনহা, সন্তোষ কুমার মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষিতীশরঞ্জন পাল। সঞ্চালনায় ছিলেন বরাক বঙ্গের সাহিত্য সম্পাদক রানা চক্রবর্তী।

অন্য বিষয়গুলি:

ashwin month bengali reformer hailakandi resident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy