প্রতীকী ছবি।
খালের জল থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধারের পর থেকেই তদন্ত শুরু করেছিল পুলিশ। বাচ্চাটির পরিচয় জানতে আশপাশের এলাকা তো বটেই হাসপাতালেও খোঁজ করছিলেন তদন্তকারীরা। তবে দু’মাসের বেশি কেটে গেলেও এই কেসের সুরাহা হচ্ছিল না। সোমবার ওই শিশুটিকে খুনের অভিযোগে তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ওই মহিলা। সামাজিক কলঙ্কের ভয়েই নিজের দেড় মাসের ছেলেকে খুন করে খালের জলে ভাসিয়ে দিয়েছিল সে। ঘটনা গুজরাতের কাইরা জেলার।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার নাম আশা রাঠৌ়র। নিজের সন্তানকে খুন করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে সে।
কথলাল থানা এলাকার বাসিন্দা বছর তিরিশের আশার বিয়ে হয়েছিল ২০০৯-এ। তাঁর দু’টি সন্তান রয়েছে। তবে ২০১৫-র পর স্বামীর থেকে আলাদা থাকত। বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে তার।
আরও পড়ুন: দুর্ঘটনায় আহত উন্নাওয়ের ধর্ষিতার অবস্থা সঙ্কটজনক, উত্তাল দেশ, খুনের মামলা বিজেপি নেতার বিরুদ্ধে
আরও পড়ুন: ফের উত্তরপ্রদেশ, ‘জয় শ্রীরাম’ না বলাতেই কিশোরের গায়ে আগুন!
কথলাল থানার ওসি ডি কে রাওল জানিয়েছেন, গত ২৩ মে কাইরা জেলার খাল থেকে ওই শিশুটির দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে শিশুটির পরিচয় জানতে ওই জেলার সমস্ত হাসপাতালে খোঁজ শুরু করে পুলিশ। পাশাপাশি, হাসপাতালগুলিতে সদ্যোজাতদের রেকর্ড সংগ্রহ করেন তদন্তকারীরা। সেখান থেকেই ওই মহিলার সন্ধান পান তাঁরা। জানা যায়, মাস দেড়েক আগে বডোদরার কাছে নাদিয়াড় জেলায় একটি স্থানীয় হাসপাতালে ওই শিশু প্রসব করেন তিনি। ওই মহিলার বাড়িতে পৌঁছলে তদন্তকারীরা সেই শিশুটির কোনও খোঁজ পাননি। ডি কে রাওল বলেন, ‘‘শিশুটির কোথায় জানতে চাইলে ওই মহিলা প্রথমে জানায়, চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরে জেরার মুখে ভেঙে পড়ে সব স্বীকার করে সে।’’
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ তুলতে অভিযুক্তের কাছে ১৫ লক্ষ টাকা দাবি! ধৃত মা-মেয়ে
আরও পড়ুন: সংসদে ক্ষমা চাইলেন আজম খান, এখনও সন্তুষ্ট নন রমা দেবী
পুলিশের দাবি, জেরায় ওই মহিলা জানিয়েছেন, অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক গ়়ড়ে উঠেছিল তার। সেই সম্পর্কের জেরে ওই সন্তানের জন্ম। তবে সমাজে কলঙ্কের ভয়েই নিজের সন্তানকে শ্বাসরোধ করে খুন করে সে। এর পর তার দেহটি খালের জলে ভাসিয়ে দেয়।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy