আরব সাগরের উপকূল থেকে শুক্রবার ভোরে ইরানের একটি মাদকবাঝাই জলযান আটক হয়েছে। উদ্ধার হয়েছে ৫০০ কেজিরও বেশি মাদক। ওই জলযানের আট কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা ইরানের নাগরিক বলে পুলিশ জানিয়েছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং গুজরাত পুলিশের সন্ত্রাস দমন দলের (এটিএস) যৌথ অভিযানে পোরবন্দর উপকূলে এই সফল অভিযান হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর গুজরাতের অঙ্কেলেশ্বর থেকে যৌথ বাহিনীর অভিযানে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার হয়েছিল।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা সূত্রে খবর, গুজরাতের জঙ্গি দমন শাখা এবং এনসিবি থেকে খবর পেয়ে তাদের সঙ্গে যৌথ অভিযানে নেমেছিল উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় জলসীমার ভিতরে ঢুকে কচ্ছের পোরবন্দর এলাকার কাছে চলে এসেছিল ইরানের নৌকাটি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটিকে ধরা হয়। গ্রেফতার করা হয় সন্দেহভাজন আট মাদক পাচারকারীকেও। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় ৩৫০ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।